বোলপুরে CAA নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

বোলপুর: বঙ্গ সফরে এসে নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রবিবার বোলপুরের সাংবাদিক বৈঠকে রাজ্যের বিধানসভা নির্বাচন ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ভাল ফল করেছে। সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া গেরুয়া শিবির। তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

বোলপুর: বঙ্গ সফরে এসে নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রবিবার বোলপুরের সাংবাদিক বৈঠকে রাজ্যের বিধানসভা নির্বাচন ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ভাল ফল করেছে। সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া গেরুয়া শিবির। তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন অমিত শাহ। বোলপুরে এদিন তিনি রোড শো করেন। সেখানেই তিনি সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে মুখ খুললেন তিনি। বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নিয়ম নীতি তৈরি হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস মহামারীর জন্য কাজ খুব একটা এগোয়নি। কোনও বড় ধরনের অভিযান চালানোও সম্ভব হয়নি। তবে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ হবে বলেই এদিন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এও বলেছেন, করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার পর ও করোনা শৃঙ্খল ভাঙার পর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা হবে।

তবে সংশোধিত নাগরিকত্ব আইন যে রূপায়িত হবে তা আগেই জানিয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকেই হয়তো সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ শুরু হবে। এদিন অমিত শাহের বক্তব্যের সেই ইঙ্গিত মিলল। তবে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা সরব হয়েছেন। এই আইন সংসদে পাশ হওয়ার পরই বিভিন্ন জায়গায় মিছিল ও সভা করে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছিলেন। কয়েকদিন আগেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার গোপালনগরে তিনি বলেন, “এ রাজ্যে বসবাসকারী সবাই নাগরিক। মতুয়ারা এ দেশের নাগরিক। এখানে এনআরসি করতে দেব না।”

রবিবার দুপুরে বোলপুর ডাকবাংলো মোড় থেকে অমিত শাহ রোড শো শুরু করেন। রোড শো শেষ হয় চৌরাস্তায়। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির একাধিক নেতা। রোড শো চলাকালীন একাধিক জায়গায় অমিত শাহর ওপর পুষ্পবৃষ্টি হয়। রোড শোতে বাউল শিল্পী ও ঢাকিদের নিয়ে এক চমক দেন বিজেপি নেতৃত্ব। তার আগে শান্তিনিকেতনে আশ্রম চত্বর ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =