BREAKING: বাংলায় আসছেন না অমিত শাহ, বাতিল সব কর্মসূচি

BREAKING: বাংলায় আসছেন না অমিত শাহ, বাতিল সব কর্মসূচি

কলকাতা: দিল্লিতে বিস্ফোরণ৷ অচলাবস্থা তৈরি হতেই বাতিল অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর৷ আজ রাতে তাঁর কলকাতা আসার কথা থাকলে, তা হচ্ছে না৷ আপাতত অমিত শাহের সমস্ত সফর কর্মসূচি স্থগিত রাখা হয়েছে৷ শনিবারের সমস্ত কর্মসূচি বাতিল হলেও রবিবারের কর্মসূচি হবে, তবে থাকবেন না অমিত শাহ৷

জানা গিয়েছে, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আচমকা ব্যস্ত হয়ে পড়েছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ৷ দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন শাহ৷ আর সেই কারণে দু’দিনের বঙ্গ সফর বাতিল করা হয়েছে বলে বিজেপির তরফে বলা হয়েছে৷

আজ শুক্রবার রাতে তাঁর কলকাতায় পা রাখার কথা ছিল৷ ১১টা নাগাদ তাঁর বিমান আসার কথা ছিল কলকাতায়৷ কিন্তু, তাঁর দুদিনের সফর বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শনিবার ও রবিবার অমিত শাহের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে৷ কিন্তু, অমিত শাহের সফর বাতিল হলেও হাওড়ায় বিজেপির যোগদান পর্ব হবে৷ অমিত শাহের পরিবর্তে সেখানে দিল্লির অন্য কোনও নেতা বাংলায় আসতে পারেন৷ দু’দিনের সফরে ঠাকুরনগর ও ডুমুরজোলায় সভা করা কথা ছিল অমিত শাহের৷ কিন্তু, আপাতত শাহের কর্মসূচি বাতিল হচ্ছে৷

আজ সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী৷ বিস্ফোরণের অভিঘাত কম হলে ছড়িয়েছিল আতঙ্ক৷ কেননা, বিস্ফোরণস্থল থেরে প্রধানমন্ত্রীর বাসভবনের দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার৷ আজ সন্ধ্যায় বিস্ফোরণটি ঘটে ইজরায়লি দূতাবাসের আদূরে৷ বিস্ফোরণের পর ঘটনাস্থলে যায় এনআইএ৷ নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে গোয়েন্দা প্রধানের সঙ্গেও বৈঠক করেন শাহ৷ কেননা, ঠিক যে সময়ে বিস্ফোরণ ঘটে, ঠিক তখন বিস্ফোরণস্থলের আড়াই কিলোমাটারের মধ্যে দিল্লির বিজয় চকে চলছিল ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান৷ সেখানে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী-আমলা ও অতিথিরা৷ গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়৷ পরিস্থিতির গুরুত্ব বুঝতে খুব একটা দেরি করেননি শাহ৷ তড়িঘড়ি ডাকেন বৈঠক৷ বিস্ফোরণের পর প্রশাসনিক কারণে চূড়ান্ত ব্যস্ত হয়ে ওঠায় বঙ্গ সফর বাতিল করলেন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *