দোলের আগে ফের বাংলায় আসছেন অমিত শাহ, রয়েছে গুচ্ছ কর্মসূচি!

দোলের আগে ফের বাংলায় আসছেন অমিত শাহ, রয়েছে গুচ্ছ কর্মসূচি!

কলকাতা: দোলের আগে ফের বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আগামী পয়লা মার্চ কলকাতায় সফরে আসার কথা রয়েছে তাঁর৷  রয়েছে একগুচ্ছ কর্মসূচি৷ কিন্তু হঠাৎ কেন তাঁর এই বাংলা সফর?

এই মুহূর্তে বিজেপির একমাত্র লক্ষ্য, যত দ্রুত সম্ভব নাগরিকত্ব আইনের স্বপক্ষে সাধারণের সমর্থন আদায় করে নেওয়া৷ এই নিয়ে চলছে প্রচার চলছে বাংলাজুড়ে৷ এবার সেই প্রচার অভিযানকে আরও মাত্রা বাড়াতে আগামী পয়লা মার্চ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে কলকাতায় আমন্ত্রণ জানানো হয়েছে৷ এক্ষেত্রে তাঁর কোনও সরকারি কর্মসূচি না থাকলেও দলীয় কর্মসূচি৷

আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল, তিনি যাতে বাংলায় আসেন৷ কারণ, তাঁর হাত ধরে নাগরিক আইন পাস হয়েছে৷ কার্যকর হয়েছে আইন৷ আর সেই ‘সাফাল্য’ উদযাপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি বঙ্গ বিজেপির৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন বাংলাজুড়ে দফায় দফায় ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ চলছে, ঠিক তখন পাল্টা নাগরিক আইনের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি৷ এবার সেই প্রচারকে আরও মাত্রা বাড়াতে অমিত সাহাকে সামনে রেখে বড়সড় কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

এবিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, যেহেতু নাগরিকত্ব সংশোধনী অমিত শাহ আইন পাস করিয়েছেন, তাই সরকারকে অভিনন্দন করার জন্য তাঁরা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ স্বাষ্ট্রমন্ত্রী তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ দিলীপের মতে, নাগরিক আইনের পক্ষে আমরা বিভিন্ন মিছিল মিটিং করেছি৷ ৭০০-র কাছাকাছি আমরা মিটিং করেছি৷ সেই জন্য আমরা চাইছি অমিত শাহ আসুক৷ যাতে আমরা তাঁকে সংবর্ধনা দিতে পারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =