কোচবিহার: ইতিউতি খবর ছড়িয়েছে যে আর কয়েক দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে বাংলায়। তার আগে ফের একবার বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে ফের একবার রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলে তিনি। স্পষ্ট জানালেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় পাখিও অনুপ্রবেশ করতে পারবে না।
রথযাত্রা তথা বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে এদিন অমিত শাহ বক্তব্য রেখেছেন, এটা কোনও মুখ্যমন্ত্রী পরিবর্তনের যাত্রা নয়, কোনও সরকার পাল্টানোর যাত্রা নয়। এই পরিবর্তন যাত্রা আসলে বাংলার পরিবর্তনের জন্য। এখানে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী কেন, পাখিও অনুপ্রবেশ করতে পারবে না রাজ্যে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, বিজেপির এই পরিবর্তন যাত্রা আসলে ‘পিসি-ভাইপো’র দুর্নীতির অবসান ঘটাবে। বিজেপিকে ক্ষমতায় আনলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলা সোনার হয়ে উঠবে, এই বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই পরিবর্তন যাত্রাকে কৃষকদের দুর্দশা দূর করার যাত্রা বলে মন্তব্য করেন অমিত শাহ। প্রসঙ্গত, এদিন দুপুর ১২টা নাগাদ কোচবিহারে এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু করেন তিনি। পরবর্তী ক্ষেত্রে সরাসরি চলে যান রাসমেলার ময়দানে যেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কোচবিহার সফরের আগে রাসমেলা ময়দানে একাধিক ফ্লেক্স ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিল সেগুলো কিছুই পূরণ কেন হয়নি, এই প্রশ্ন তুলে ফ্লেক্স দেওয়া হয় সর্বত্র। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ফ্লেক্সে কারুর নাম না লেখা থাকলেও এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের কাজ। বিজেপিকে অপদস্থ করার জন্যই এই কাজ করেছে তারা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।