অমিত শাহের সঙ্গে NRC নিয়ে কোনও কথা হয়নি: মমতা

অমিত শাহের সঙ্গে NRC নিয়ে কোনও কথা হয়নি: মমতা

ভুবনেশ্বর: নাগরিকত্ব আইন, এনপিআর, এনআরসি বিতর্কের আবহে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইনের প্রতিবাদে দফায়-দফায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল-মিটিং হলেও  আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই বিতর্কিত ইস্যু নিয়ে কোন কথাই হল না৷ বৈঠক শেষে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দু'ঘণ্টার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজ এই বৈঠকে তিনি জিএসটি থেকে শুরু করে রাজ্যের আর্থিক পাওনার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন৷ একইসঙ্গে দিল্লির ঘটনা প্রসঙ্গও তোলেন তিনি৷ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি খুব দুঃখিত, যেটা দিল্লিতে হয়েছে৷ শান্তি ফিরিয়ে আনা খুব জরুরি৷ যাঁদের ক্ষতি হয়েছে, সেই পরিবারকে সহযোগিতা করার প্রয়োজন৷ একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে৷ আইবি অফিসারের মৃত্যু হয়েছে৷ আর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷ তাঁদের সহযোগিতা করা জরুরি৷ দেশের কোন প্রান্তে যদি কোন সমস্যা হয়, তার প্রভাব সব জায়গায় পড়ে৷ আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, যাতে এই বিষয়গুলি না হয়৷ দেশের জন্য শান্তি রাখার বিষয়েও জানিয়েছি৷’’

এরপরই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, এনআরসি নিয়ে কোনও কিছু আলোচনা হয়েছে কি না৷ প্রশ্ন শুনে মাইক উঁচিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ তাঁরা এই নিয়ে আলোচনায় তোলেনি৷ আমরাও কিছু বলিনি৷ আমরাও এই নিয়ে আলোচনা করিনি৷ যে যে বিষয়ে আলোচনায় চেয়েছিল তার, সেই বিষয়ে আমরা চর্চা করেছি৷ এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে কোনও কথা হয়নি৷ কারণ বিষয়টি আলোচনায় ছিল না৷ এই সেই আলোচনার জায়গাও ছিল না৷’’ এরপর মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ দিল্লি নিয়ে কিছু আলোচনা হয়নি৷ রাজ্যের জন্য কিছু নিয়ে আলোচনা হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =