বাউল পরিবারের শাহি ভোজ সারলেন অমিত

বাউল পরিবারের শাহি ভোজ সারলেন অমিত

বীরভূম: দু’দিনের সফরে বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷শনিবার মেদিনীপুরের মেগা শো’র পর আজ সফরের দ্বিতীয় দিনে বীরভূমে পৌঁছন তিনি৷ এখানে বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানা গিয়েছে বাড়ির সদস্যরা নিজের হাতে তাঁর জন্য সমস্ত পদ প্রস্তুত করেছেন৷ সকাল থেকেই তাঁর আসা নিয়ে ছিল উত্তেজনা৷ বাউল শিল্পী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ সারেন৷ এমনকী মধ্যাহ্নভোজের আগে বাউল সঙ্গীতও শোনেন অমিত শাহ৷ শাহের আগমনে অত্যন্ত খুশি বাউল পরিবার৷ উচ্ছ্বসিত এলাকার মানুষও৷  

আরও পড়ুন- ‘রবি ঠাকুরকে চেনে না, বাংলা দখলের স্বপ্ন দেখে’, বিজেপিকে খোঁচা সুব্রতর

এদিন শাহি মেনুতে ছিল ভাত, রুটি, মুগের ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আলু পোস্ত ও পালং শাকের তরকারি৷ এছাড়াও স্যালাড, চাটনি, পায়েস, টক দইয়ের সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লাও। একেবারে স্থানীয় খাবারের স্বাদ তাঁকে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ মাটির থালার উপরে কলাপাতা দিয়ে একেবারে বাঙালি কায়দায় সাজানো হয় তাঁর ভোজ৷ অমিত শাহের সঙ্গে বাউল পরিবারে মধ্যাহ্নভোজ সারেন বিজেপি’র অন্যান্য নেতারাও৷ এদিন বাউল শিল্পীর বাড়িতে ঢোকার পরই তিনি সবার আগে শিব মন্দিরে যান৷ সেখানে পুজো দেওয়ার পর বাউল গান শোনেন৷ তার পর তিনি বসেন মধ্যাহ্নভোজে৷ অমিত শাহ নিরামিষভুজি৷ তাই সেই মতোই সাজানো হয়েছিল তাঁর মেনু৷   

শুধু অমিত শাহই নয়, বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বরা যথনই যেখানে যান, সেখানকার সাধারণ মানুষের বাড়িতে আহার করেন৷ এই সিদ্ধান্তকে সামনে রেখেই এগোচ্ছে বিজেপি৷ যে গ্রামে তাঁরা যাবেন, যেখানে তাঁরা দুপুরে বা রাতে থাকবেন, সেখানেই সাধারণ মানুষের বাড়িতে খেতে বসবেন৷ এর মাধ্যমে জনসংযোগ গড়ে ওঠে৷  গতকাল তিনি মধ্যাহ্নভোজ সারেন এক কৃষক পরিবারে৷ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতে সবচেয়ে বড় হাতিয়ার ‘বহিরাগত’ তত্ত্ব৷ এই হাতিয়ারকে গুঁড়িয়ে দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ বিজেপি’ও যে এখানকার মানুষেরই একজন সেটা বুঝিয়ে দেওয়াই বিেজপি নেতৃত্বের অন্যতম লক্ষ্য৷    

আরও পড়ুন- ‘কে তুমি মম অঙ্গনে?’ শান্তিনিকেতনে শুনলেন শাহ! রবীঠাকুরকে শ্রদ্ধা

প্রসঙ্গত, বীরভূম এখনও তৃণমূলের খাস তালুক এবং অনুব্রত মণ্ডলের তালুক৷ এর আগে বঙ্গ সফরে এসে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি ডেপি নাড্ডা এসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =