কলকাতা: তিনি মধুমেয় রোগে আক্রান্ত৷ শরীরে শর্করা নিয়ন্ত্রণে প্রতিদিনই ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়৷ কিন্তু এর পরেও বেহালায় নৈশভোজে গিয়ে খেলেন মিষ্টি দই৷ তবে এর বেশি নয়৷ তাঁর বাকী সতীর্থদের পাতে যে মিষ্টান্ন সাজিয়ে দিয়েছিলেন মহারাজ, তার ছিটোফোঁটাও মুখে তোলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
আরও পড়ুন- সৌরভের বাড়ির নৈশভোজ নিয়ে চরম খোঁচা কুণালের, দিলীপকে ছবি দেখিয়ে কটাক্ষ
শুক্রবার ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সপার্ষদ নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে প্রায় ১ ঘণ্টা ছিলেন তাঁরা৷ কিন্তু, বিসিসিআই কর্তার সঙ্গে একান্তে কোনও কথা হয়নি তাঁর৷ সোফায় পাশাপাশি বসেই কিছু কথা বলেন তাঁরা৷ তবে তা একেবারেই রাজনৈতিক নয় বলে অসমর্থিত সূত্রের খবর৷ জানা গিয়েছে, অমিত শাহের করোনা আক্রান্ত হওয়া নিয়েই বেশিরভাগ কথা হয়েছে তাঁদের মধ্যে৷ হয়েছে পারিবারিক কুশল বিনিয়ম৷
বিজেপি সূত্রের খবর, স্বাস্থ্য নিয়ে কথা বলার সময়ই অমিত সৌরভকে বলেন, প্রথম বার করোনায় আক্রান্ত হওয়ার সময় খুবই বিপন্ন বোধ করেছিলাম। রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় ‘কোমর্বিডিটি’ ছিল। বস্তুত এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খেয়াল পড়ে, তাঁর ইনসুলিন ইঞ্জেকশন নেওয়া হয়নি। এর পরেই তাঁর এক সফরসঙ্গী তাঁকে ইঞ্জেকশনটি দিয়ে যান। তবে মধুমেয় ভুলেই মিষ্টি দই খান অমিত। জানা গিয়েছে, মিষ্টি ছাড়া অন্যান্য প্রায় সব পদই তৃপ্তি করে খেয়েছেন তিনি৷
সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজের খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,‘‘স্বরাষ্ট্রমন্ত্রী সৌরভের বাড়িতে যেতে চাইতেই পারেন, তাতে সমস্যা কোথায়? আমি তো সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’ দই খেলেনও অমিত৷ সৌরভ নাকি তাঁর দুই নাতনির জন্য দুই হাঁড়ি টক দইও পাঠিয়ে দিয়েছেন৷ এদিনের সাক্ষাতে রাজনীতিকে প্রাধান্য দেওয়া না হলেও, নিজের রাজনৈতিক টিম নিয়েই মহারাজের দরবারে হাজির হয়েছিলেন অমিত৷ সেই সঙ্গে এই বার্তাও দিয়ে গেলেন যে সৌরভ তাঁদের পছন্দের লোক৷ কিন্তু, সৌরভের মনোভাবের কোনও আঁচ পেলেন কি তিনি?
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>