শালতোড়া: আহত হওয়ার পর পুনরায় নিজের জেলা নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রচার শুরু করার সঙ্গে সঙ্গে বিজেপির বিরুদ্ধে তাঁর আক্রমণের ঝাঁঝ আরো বেড়ে গিয়েছে। এদিন বাঁকুড়া শালতোড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বসে চক্রান্ত করছেন কাকে গ্রেফতার করা হবে, কার পেছনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা লাগানো হবে! একই সঙ্গে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার এমন দাবিও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, কলকাতায় এসে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাকে গ্রেফতার করা হবে, কার পেছনে ইডি, সিবিআই লাগিয়ে ভয় দেখানো হবে, সেই সব পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে নন্দীগ্রামে যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মমতার বক্তব্য, মিটিং-এ লোক হচ্ছে না তাই গায়ের জোরে যা ইচ্ছা করতে চাইছে বিজেপি। এদিকে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছে তারা। এই প্রেক্ষিতে মমতার বিস্ফোরক প্রশ্ন, নির্বাচন কমিশন অমিত শাহ চালাচ্ছেন না তো? তিনি আরো বলেন, বন্যা হলে বা ঝড় হলে এদের কাউকে দেখা যায় না। করোনাভাইরাস পরিস্থিতিতেও এদের দেখা যায়নি। কিন্তু নির্বাচন যেহেতু দোরগোড়ায় তাই বিজেপি নেতাদের বাংলায় দেখা যাচ্ছে। এই প্রেক্ষিতে মমতার স্পষ্ট বক্তব্য, বহিরাগত গুন্ডা এনে এ রাজ্যে ভোট করতে দেবেন না তিনি। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আগে যদি ১২ ঘন্টা কাজ করো, তাহলে এখন ১৮ ঘন্টা কাজ করতে হবে।
আরও পড়ুন- বাংলায় গরু পাচার, গো হত্যা করে তৃণমূল সরকার, রেশন যায় অনুপ্রবেশকারীদের হাতে, তোপ যোগীর
মমতা এদিন আরো বলেন, তাঁর নিরাপত্তা ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি তাহলে কি তাকে মেরে ফেলতে চায়, প্রশ্ন তোলেন তিনি। যদিও এই প্রেক্ষিতে মমতা সাফ জানান, তাঁকে মেরে ফেললেও গোল্লা পাবে বিজেপি। নিজের ভাঙ্গা পা প্রসঙ্গে বলেন, এক পায়ে খেলবেন তিনি, খেলা হবে আর জেতাও হবে। বাংলা জিতবে এবং দিল্লি হারবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।