২ ঘণ্টার জন্য শহরে আসতে পারেন শাহ! হঠাৎ বদল সূচি

২ ঘণ্টার জন্য শহরে আসতে পারেন শাহ! হঠাৎ বদল সূচি

 

কলকাতা: সূচি বদলে রাতেই কলকাতা আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। গুয়াহাটি হয়ে দিল্লি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু এখন জানা যাচ্ছে, রাতে কমপক্ষে দু’ঘণ্টার জন্য হলেও কলকাতায় আসতে পারেন তিনি। 

তবে ঠিক কি কারণে এই সফর সূচি পরিবর্তন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? জানা গিয়েছে, অমিত শাহ প্রথম থেকেই চেয়েছিলেন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে কিন্তু নির্বাচনী প্রচার চলাকালীন সেটা করতে পারেননি। এদিকে তিনি আজ গোয়াহাটি যাচ্ছেন সেখানকার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে। তাই সেখান থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি আসতে চলেছেন কলকাতায়। এখানে এসে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। অনুমান করা হচ্ছে রাত ৯ টা নাগাদ তিনি কলকাতায় পৌঁছে যেতে পারেন। বিজেপি সূত্রের খবর, প্রার্থী তালিকা ঘোষণা করার পর যেভাবে চারিদিকে খুব বেড়েছে তাই নিয়েই হয়তো এদিন বৈঠক করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত ঠিকই নিয়ে বৈঠক করবেন তা স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে ঠিক ছিল, সোমবার সকালে প্রথমে ঝাড়গ্রাম এবং পরে বাঁকুড়া জনসভা করবেন অমিত শাহ। তারপর কলকাতা থেকে অসম যাবেন। সেখানের কর্মসূচি সম্পন্ন করে দিল্লি চলে যাবেন তিনি। কিন্তু এই কর্মসূচি এবার পরিবর্তন করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-  নন্দীগ্রামকাণ্ডের পর রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বদল, দায়িত্বে জ্ঞানবন্ত সিং

প্রসঙ্গত, আংশিক তালিকা প্রকাশ করতে না করতেই প্রার্থী বদলের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। শুধুমাত্র এক জায়গায় নয়, রাজ্যের একাধিক কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে খুশি নন কর্মী-সমর্থকরা। সেই জন্য হেস্টিংসের বিজেপি অফিসারের সামনে বিক্ষোভ দেখান গেরুয়া কর্মী-সমর্থকদের অধিকাংশ। ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেমন সমস্যা, তেমনি পাঁচলা, উদয়নারায়নপুরের প্রার্থী বদলের দাবি উঠছে বিজেপি কর্মী-সমর্থকদের থেকে। অন্যদিকে সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য, যিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁকে প্রার্থী করা নিয়েও ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপির হেস্টিংস অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার সময় অফিসে ঢুকতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। তাঁকে ঘিরেও তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের পাশাপাশি স্লোগান তুলতে দেখা যায় বিক্ষোভকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =