নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়ে গিয়েছে৷ অপেক্ষা শুধু উৎসবের কাটার৷ তারপর ঝাঁপিয়ে পড়বে বাম-ডান, সব শিবির৷ বাংলা দখলের লক্ষ্যে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে গোরুয়া শিবির৷ বাংলায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোরদার প্রচারে নামছে বিজেপি৷ দুর্গা পুজোর আগেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পুজোর পর আসবেন দলের সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা৷ দিল্লিতে সাংগঠিক বৈঠক শেষে শাহ-নাড্ডার বাংলার সফরের কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তবে তাঁদের বাংলা সফর সীমিত থাকবে, নাকি জনসভা করবেন, তা স্পষ্ট করেননি রাজ্য বিজেপির সভাপতি৷
বৃহস্পতিবার দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে সাড়ে তিন ঘণ্টা বৈঠক হয় বিজেপির বঙ্গ ব্রিগেডের৷ উপস্থিত ছিলেন অমিত শাহ থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয় বর্গীয়, শিবপ্রকাশ, মুকুল রায়, অরুণ সিং, রাহুল সিনহার মতো বিজেপির রাজ্য নেতারা৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের তরফে সম্প্রতি দলের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে শীর্ষ নেতৃত্বকে৷ সঙ্গে দেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলির ছবি ও ভিডিও৷ যা দেখে খুশি গেরুয়া শিবিরের শীর্ষ কর্তারা৷ সেখানেই রাজ্য নেতাদের তরফে অমিত শাহ ও জেরি নাড্ডাকে রাজ্যে আসার অনুরোধ জানানো হয়৷ সেই অনুরোধে সম্মতি দিয়েছেন দুই শীর্ষ নেতা৷
আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলকে সামনে রেখে বাংলায় আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হবে বিজেপি৷ কৃষি বিল নিয়ে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিচ্ছে বিজেপি৷ আদামী ৫ অক্টোবর বিডিও অফিস ঘেরাও এবং ৮ অক্টোবর নবান্ন অভিযানের কথাও শাহ-নাড্ডার কানে তুলেছে বঙ্গ বিজেপি শিবির৷ বিজেপি সূত্রে খবর, পুজোর পরেই ভোটের মূল প্রচার শুরু হবে যাবে৷ তার রূপরেখা ঠিক করতে পুজোর আগে বাংলা আসছেন অমিতশাহ৷
অন্যদিকে, দলের অন্দরে বাড়তে থাকা ক্ষোভ-বিক্ষোভ মেটাতেও এদিন বার্তা দেন শাহ-নাড্ডা৷ বিধানসভা নির্বাচনে রাহুল সিনহার বিদ্রোহ দমনে বৈঠকে করা গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷ কেন্দ্রীয় নেতা তাঁর সঙ্গে কথা বলেছেন বলে খবর৷ বিধানসভা নির্বাচনে সবার সহযোগিতা নিয়ে চলার বার্তাও দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ এদিনের বৈঠকে মূলত ভোটের আগে বাংলার লড়াইয়ের কৌশল নিয়ে বেশ কিছুটা আলোচনা হয়েছে৷ কমিটি নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে৷ কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা দ্রুত নির্ধারিত হবে বলে সূত্রের খবর৷ বিহার বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই বাংলা নিয়ে পুরোদমে ঝাঁপাবে গেরুয়া শিবির৷ ইঙ্গিতটা দিয়ে রেখেছেন অমিত শাহ৷