কৃষক পরিবারে অমিতের ‘শাহীভোজ’, মেনুতে সম্পূর্ণ বাঙালিয়ানা

মেদিনীপুরের বালিজুরিতে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

 

মেদিনীপুর: দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে সভা করার কথা রয়েছে তাঁর। এই সভার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা বাংলা সহ গোটা দেশ। তবে সভায় যাওয়ার আগে কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করবেন। সেই কথা মতোই মেদিনীপুরের বালিজুরিতে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ সহ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষরা।

এদিনের মধ্যাহ্নভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেনুতে রয়েছে একেবারে বাঙালিয়ানা। এক সাধারণ বাঙালি পরিবারের দুপুরের খাবারের যে যে পদ থাকে, সেই দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাবার প্লেট সাজানো। মেনুতে রয়েছে স্যালাড, রুটি, লাউ দিয়ে মুগ ডাল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, টক দই, সুক্ত, পোস্ত দিয়ে খসলা শাক, ভাত, উচ্ছে ভাজা এবং ফুলকপির তরকারি। এই কৃষক বাড়ির মধ্যাহ্নভোজ সারার পর এই মেদিনীপুরের সভার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই একাধিক বিধায়ক এবং সাংসদ তাঁর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেবে বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রে খবর, শুধু শুভেন্দু-শীলভদ্র নন, গেরুয়া শিবিরে যাচ্ছেন তৃণমূলের ১০ জন বিধায়ক, দাবি বিজেপির৷কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে৷ কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, সাংসদ সুনীল মণ্ডল, সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তাপসী মণ্ডল, অশোক দিন্দা-র মতো বিধায়করাও বিজেপিতে যোগ দিতে পারেন৷ সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যাচ্ছেন৷ ৯ জন বিধায়ক ও বেশ কয়েকজন সাংসদ বিজেপিতে যাচ্ছেন৷

এছাড়াও সংসদ সুনীল মণ্ডল, দশরথ তিরকে, বনশ্রী মাইতি, তাপসী মণ্ডল, অশোক দিন্দা, সুদীপ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ কুণ্ডুর, সৈকত পাঁজা, শীলভদ্র দত্ত, দিপালী বিশ্বাস, সুকনা মুন্ডা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশিস দত্ত, বাপ্পা মজুমদার, কার্তিক পাল,  প্রফুল্ল মন্ডল, দেবাশিস মজুমদার, গোপাল মৈত্র, সন্ময় বন্দোপাধ্যায়, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, গৌতম রায়, সমীরন মিশ্র, দেবাশিস মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দত্ত, গৌতম মাঝি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ নেতা বিজেপিতে যোগ দেবেন৷  বিজেপিতে যোগদানকারী নেতাদের তালিকা তালিকায় রয়েছেন ৯ জন বিধায়ক৷ তাঁদের মধ্যে ৬ জন বিধায়ক তৃণমূলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =