বিজেপি আসলে ২ মে’র পর দুর্গাপুজো বন্ধ করার ক্ষমতা কারোর হবে না: শাহ

বিজেপি আসলে ২ মে’র পর দুর্গাপুজো বন্ধ করার ক্ষমতা কারোর হবে না: শাহ

a77e584993902cdd951120180b58e1bc

তমলুক: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক জেলায় অল্প দিনের ব্যবধানে একাধিকবার জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তমলুকে জনসভা করে ফের একবার বাংলার দুর্গা পুজো নিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এদিন তিনি ফের দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলায় দূর্গাপূজো করতে আদালতে দৌড়াতে হয়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলে কারোর ক্ষমতা হবে না বাংলার দুর্গাপুজো আটকানোর। একই সঙ্গে স্কুলে স্কুলে সরস্বতী পুজো ঠিকভাবে হতে দেওয়া হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, এই অভিযোগও এদিন ফের করলেন তিনি।

অমিত শাহ দাবি করলেন, বাংলার মানুষ একবার পদ্মফুলে ভোট দেওয়ার পর যখন বিজেপি সরকার গঠন হবে, তখন একদিকে যেমন কাটমানি, সিন্ডিকেট এবং তোলাবাজি বন্ধ হবে, অন্যদিকে বাংলার দুর্গাপুজো আটকানোর ক্ষমতা কারোর হবে না। এদিন তমলুকের জনসভায় অমিত শাহ দাবি করেন, এখানে ইট নিতে গেলে কাটমানি দিতে হয়, বালি থেকে শুরু করে যাবতীয় কাজ করার জন্য কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টি একবার বাংলায় সরকার গঠন করলে এসব দিন আর দেখতে হবে না সাধারণ মানুষকে। এর পাশাপাশি এদিন অমিত শাহ হুংকার দিয়ে বলেন, বুলবুল এবং আম্ফান ঘূর্ণিঝড়ের ত্রাণ দিতে গিয়ে যারা টাকা খেয়েছেন, সেই সমস্ত তৃণমূল নেতাদের জেলের ঘানি টানাবে বাংলার বিজেপি সরকার। 

আরও পড়ুন- ‘তুমি শালা খুনিদের রাজা, জমিদার’! মেজাজ হারালেন মমতা

এর পাশাপাশি তিনি আরো বলেন, কৃষকদের ব্যাংক একাউন্টে একদিনের মধ্যে ১৮,০০০ টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি ১০,০০০ কোটি টাকা খরচ করে বিজেপি বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে বলেও এদিন জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, এখানকার মানুষ কাটমানি দিতে দিতে নাকাল৷ কাটমানি সরাতে হলে তৃণমূল কংগ্রেসকে হঠাতে হবে৷  মেয়েরা ট্রেনে চাপুক বা বাসে, মা-বোনেদের কাছ থেকে কেউ টিকিট চাইবে না৷ বিনা পয়সায় সফর করবে মেয়েরা৷ আদিবাসী মেয়েদের বিনা পয়সায় শিক্ষা দেবে বিজেপি৷ এছাড়া বাংলার  অনুপ্রবেশ হচ্ছে বলেই আপনারা কাজ পাচ্ছেন না। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের কী ভাবে বের করতে হয় আমরা দেখিয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *