খড়দহ: চার দফার নির্বাচনে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। আগামীকাল অর্থাৎ শনিবার পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। তার আগে এদিন খড়দহে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সমর্থনে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে তিনি এদিন ফের দাবি করলেন, ২ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত কারণ ডাবল সেঞ্চুরি করবে বিজেপি! শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ১০০ হবে না বলেও এদিন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন শাহ।
খড়দহের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ২ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে চার দফার নির্বাচন হয়েছে তাতে ৯৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং বাংলার বিধানসভা নির্বাচনে ২০০ আসনের বেশি পেয়ে সরকার গড়তে চলেছে তারা। এই প্রেক্ষিতে অমিত শাহের বক্তব্য, বাংলায় ডাবল সেঞ্চুরি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা দুই অঙ্কের হয়ে যাবে! এরপর সেই দুর্গাপুজোয় এবং সরস্বতী পুজো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করলেন বাংলায় দুর্গাপূজা করতে হাইকোর্টের যেতে হয় এবং স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। তাই এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার বার্তা দিলেন অমিত শাহ।
এর পাশাপাশি অনুপ্রবেশকারী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের প্রসঙ্গে কথা বলতে তিনি বললেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশকারী থাকতে পারবে না। এবং যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেছেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় দেশ এবং বাংলার ভালো চেয়ে আসছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় এটাই ভাবছেন যে কিভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো যায়। অতএব ফের একবার জনসভায় আগত প্রত্যেকের সামনে তিনি সেই ‘পিসি-ভাইপো’ প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে।