নিজস্ব সংবাদদাতা, নামখানা: বৃহস্পতিবার এক মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানায় করলেন বিশাল জনসভা। তবে নামখানার নান্দাভাঙ্গার ইন্দিরা ময়দানে জনসভায় যোগ দিতে গিয়ে কালো পতাকা দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনতে হলো ‘গো ব্যাক’ স্লোগানও। বিশৃঙ্খলা তৈরি হল অমিতের বক্তৃতার শুরুতেই।
গত সপ্তাহে বঙ্গ বিজেপির রথযাত্রা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-এর জন্য বাংলায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তাই দিল্লির কাজ ফেলে বারবারই তিনি ছুটে আসছেন এ রাজ্যে। বাংলাকে পাখির চোখ করে বিজেপির ‘নীলবাড়ি’ দখলের লড়াইয়ে কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্র। বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দানে জনসভায় যোগ দিয়ে অমিত বাংলার মানুষের কাছে আর্জি জানালেন, “কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবার বিজেপিকে একটু সুযোগ দিয়ে দেখুন।” স্বরাষ্ট্রমন্ত্রী দাবি, সুযোগ পেলে এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়বে বিজেপি।
কিন্তু অমিতের এদিনের সভা একেবারে ‘সফল’ তা বলা যাবে না। এদিন তিনি বক্তৃতা দেওয়া শুরু করতেই সভায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে থেকে এক মহিলা বাঁশের ব্যারিকেডের উপর দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কালো পতাকা দেখালেন। দিলেন ‘গো ব্যাক’ স্লোগানও। মহিলার হাত থেকে কালো পতাকা কেড়ে নিয়ে জোর করে তাকে ব্যারিকেডের উপর থেকে নামানোর চেষ্টা করা হয়। তবে তার প্রতিবাদ সহজে হার মানে না।
‘ফ্যাসিস্ট’ বিজেপির বিরুদ্ধে মহিলার এই প্রতিবাদ মনে করায় ১৯২৮ সালের অত্যাচারী ব্রিটিশদের সাইমন কমিশনের বিরুদ্ধে দেশজুড়ে চলা প্রতিবাদকে। সেবারও তৎকালীন বোম্বেতে কমিশনের পদার্পণের সময় গোটা দেশ জুড়ে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক সাইমন’ স্লোগান তোলা হয়।