সেলের সদর দফতর বদল ঘিরে সংঘাতের আশঙ্কা! কেন্দ্রকে চিঠি অমিতের

সেলের সদর দফতর বদল ঘিরে সংঘাতের আশঙ্কা! কেন্দ্রকে চিঠি অমিতের

কলকাতা: রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কাঁচামাল বিভাগের সদর দফতর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে একদিকে যেমন এই অতিমারী পরিস্থিতিতে সংস্থার অস্থায়ী কর্মীরা কাজ হারিয়ে সমস্যায় পড়বেন, তেমনই স্থায়ী কর্মীরাও রাতারাতি অন্য জায়গায় বদলি হতে বাধ্য হবেন বলে অর্থমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে তিনি আরও লিখেছেন, সেলের কাঁচামাল বিভাগ রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে রাজ্যের হাতে থাকা দুর্গাপুর এবং বার্নপুর ইস্পাত কারখানা কাঁচামালের অভাবে সমস্যায় পড়বে। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠিতে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আধিকারিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের স্বার্থে এই সদর দফতর স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠিতে অনুরোধ জানিয়েছেন।

বাংলার বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেছে। ভোট পরবর্তী হিংসা ইস্যু নিয়ে হোক, কিংবা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যু। সব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি টক্কর হয়েছে কেন্দ্রের। এবার এই সেলের সদর দফতর বদল নিয়েও যে সংঘাত লাগতে পারে তা বলাই বাহুল্য। কারণ, বাংলার নির্বাচনের ফলাফলের পর বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেই আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস দল এবং রাজ্য সরকার। এই ইস্যু নিয়েও একই রকম বক্তব্য রাখা হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই ফের একবার কেন্দ্র-রাজ্য টক্কর হওয়ার অপেক্ষা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *