বাংলাকে দেওয়া হোক GST-র ক্ষতিপূরণ, নির্মলাকে অমিত চিঠি

বাংলাকে দেওয়া হোক GST-র ক্ষতিপূরণ, নির্মলাকে অমিত চিঠি

কলকাতা: দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে৷ অর্থমন্ত্রী অমিত মিত্র আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে এর আগে গত অক্টোবরে অতিমারীর মধ্যেই কাউন্সিলের বৈঠক হলেও গত ৬ মাস কোন বৈঠক না হওয়ায় তা সংবিধান বিরুদ্ধ বলে উল্লেখ করেছেন৷

সংবিধানের নিয়ম মেনে বছরে চারবার বৈঠক ডাকার কথা বলা হলেও দীর্ঘদিন বৈঠক না হওয়ায় কেন্দ্র ও রাজ্যের সম্পর্কে তার প্রভাব পড়তে পারে বলে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন৷ সেই কারণে চলতি অতিমারীর মধ্যেই একটি ভার্চূয়াল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি৷ একইসঙ্গে বর্তমান অর্থবছরে ইতিমধ্যেই জিএসটি ক্ষতিপূরন খাতে রাজ্যগুলির ঘাটতি এক লক্ষ ৫৬ হাজার কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =