২ মাসে ৩৬ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে! কেন্দ্রকে নিশানা অমিতের

২ মাসে ৩৬ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে! কেন্দ্রকে নিশানা অমিতের

কলকাতা: কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা না ভেবে যেভাবে জ্বালানির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করছে রাজ্য সরকার তার কড়া সমালোচনা করেছে। অর্থমন্ত্রী অমিত মিত্র আজ এক টুইটে গত অর্থ বছরে কেন্দ্র পেট্রোপণ্য বিক্রি করে রাজ্য থেকে তিন লক্ষ ৬০ হাজার কোটি টাকা আয় করলেও গত দুই মাসে পেট্রোল-ডিজেলের দাম ৩৬ বার বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেছেন। গত ১৪ মাসে রাজ্যে গ্যাসের দাম ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানিয়েছেন। গরিব মানুষের ভর্তুকি কেটে নেওয়া হচ্ছে বলে অমিত বাবুর অভিযোগ। কেন্দ্রীয় সরকারের এই নীতি অত্যন্ত অমানবিক বলে তিনি উল্লেখ করেছেন।

এদিন টুইটে অমিত মিত্র লিখেছেন, “২০২০-২০২১ অর্থবর্ষে পেট্রোলিয়াম ও তেল থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র সরকার। আমজনতাকে লুট করা হয়েছে। গত ২ মাসে ৩৬ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। ১৪ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪৭ শতাংশ। ক্রমাগত কমানো হয়েছে ভরতুকি।” উল্লেখ্য, রাজ্যে পেট্রোলের দাম ১০০ পেরিয়ে গিয়েছে৷ বাড়ছে রান্নার গ্যাসের দাম৷ এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ দেখিয়েছি তৃণমূল বিধায়করা৷ আজ আবার দিল্লিতে তৃণমূল কংগ্রেস সাংসদরা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে সংসদে আসেন। তাদের মধ্যে ছিলেন, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। 

এর আগে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রকে আক্রমণ করেছেন বহুবার। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটি করে নবান্নে যেতে দেখা গিয়েছিল মমতাকে। আবার তাঁকে নিজেও স্কুটি চালাতে দেখা গিয়েছিল। অন্যদিকে আবার সম্প্রতি বিধানসভা অধিবেশনে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এসেছিলেন বিধায়ক বেচারাম মান্না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =