উদ্যোগপতিরা ভারতে ব্যবসা করতে ভয় পাচ্ছেন! মোদীকে নিশানা অমিতের

উদ্যোগপতিরা ভারতে ব্যবসা করতে ভয় পাচ্ছেন! মোদীকে নিশানা অমিতের

কলকাতা: বিজেপি শিবিরের পক্ষ থেকে বরাবর বাংলার তৃণমূল সরকারকে শিল্প ইস্যুতে খোঁচা দেওয়া হয়েছে। এমনকি বিধানসভা নির্বাচনের সময়েও শিল্প ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে শিল্প আসে না, কোনও শিল্পপতি আসতে চায় না, এই অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এবার বিজেপি শিবিরের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বললেন, ভারত থেকে শিল্পপতিরা ভয় পেয়ে চলে যাচ্ছে এই বিজেপি সরকারের আমলে।

বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে অমিত বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে গত ৬ বছরে প্রায় ৩৫ হাজার শিল্পপতি দেশ ছেড়ে চলে গেছে। রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে দেশের অধিকাংশ নতুন উদ্যোগপতি দেশ ছেড়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জমানাতেই কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তা তিনি জানতে চেয়েছেন। তাঁর অভিযোগ, উদ্যোগপতিরা ভারতে ব্যবসা করতে ভয় পাচ্ছেন সে কারণেই তাঁরা এখান থেকে চলে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে তা দেশের পক্ষে মঙ্গলজনক হবে না। এদিকে, আবার জানা গিয়েছে, বাংলায় বড় বিনিয়োগ করছে আদিত্য বিড়লা গ্রুপ। তারা বাংলায় একটি রং কারখানা তৈরির প্রস্তাব দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

জানা গিয়েছে, একটি রং কারখানা তৈরির প্রস্তাব দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে সংস্থার কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ আজ এই বিষয়ে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদির সঙ্গে নবান্নে বৈঠক করেন। খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকের ৮০ একর জমিতে এই কারখানা ছাড়াও সহযোগী উৎপাদন কেন্দ্রগুলি তৈরি করা হবে বলে সংস্থার তরফে আবেদনে জানানো হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের জন্য তারা ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। সমগ্র প্রকল্পটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রঙের কারখানায় সরাসরি ৬০০ লোকের কর্মসংস্থান হবে। মূল কারখানার পাশাপাশি সহযোগী উৎপাদন কেন্দ্রগুলিও সেখানে তৈরি হবে বলে বেসরকারি সংস্থা সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =