কলকাতা: আজ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশ করার পর বাজেটের ব্যাপক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই বাজেটের প্রসঙ্গে বিকাশের কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার কথা উল্লেখ করেছেন। তবে এই বাজেটকে দিশাহীন এবং বিভ্রান্ত বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে দুই অমিতের প্রতিক্রিয়া ভিন্ন।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানাচ্ছেন, এই বাজেট আদতে দিশাহীন এবং বিভ্রান্ত বাজেট। সাধারণ মানুষের হাতে নগদ অর্থ দেওয়ার কথা কেন ঘোষণা করা হলো না সে নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাতে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, শুধুমাত্র যোগান বাড়ানোর পথ প্রশস্ত করছে কেন্দ্রীয় সরকার কিন্তু মানুষের হাতে নগদ অর্থ দেয়ার তাগিদ নিয়ে তাদের। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা পশ্চিমবঙ্গের বাজেটে বরাদ্দ অর্থ সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, বাংলার বিকাশ আর সাধারণ মানুষের সুবিধার জন্য এই বাজেট হয়েছে যাতে পশ্চিমবঙ্গ পাচ্ছে ২৫,০০০ কোটি টাকা। সুতরাং এক অমিত বলছেন বিকাশের কথা এবং অন্য অমিত দিশাহীন বলে আক্রমণ করছেন এই বাজেটকে।
পশ্চিমবঙ্গের বিকাশ আর সেখানকার মানুষের সুবিধার জন্য আজ প্রকাশিত বাজেটের মাধ্যমে মোদীজী ২৫,০০০কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন ,যার মাধ্যমে ৬৭৫ কিমি রাজপথের নির্মাণ হবে।এরই সঙ্গে বাংলা এবং আসামের চা বাগানে কর্মরত মানুষের কল্যাণের জন্য ১০০০ কোটি টাকাও দেওয়া হচ্ছে।
— Amit Shah (@AmitShah) February 1, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বাজেট সম্পর্কিত বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, আজকের বাজেট জনদরদি এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে আরও এক পদক্ষেপ নিয়েছে। কর্মসংস্থান থেকে শুরু করে সাধারণমানুষ এবং কৃষি ক্ষেত্র থেকে শুরু করে বয়স্ক মানুষদের দিকে নজর দিয়েই এই বাজেট হয়েছে বলে এ দিন জানান প্রধানমন্ত্রী। এই বাজেটকে তিনি দায়িত্বশীল বাজেট বলে অভিহিত করেছেন। উল্টোদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ইস্যুকে সামনে তুলে ধরে আজকের বাজেটকে নস্যাৎ করেছেন। তিনি দাবি করেছেন, এবার হয়তো কেন্দ্রীয় সরকার নোটবন্দির মত ব্যাঙ্কবন্দি করতে চাইছে। বীমার টাকা কেউ পাবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে বাংলার জন্য যে প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলায় যা উন্নয়ন হওয়ার হয়ে গিয়েছে আর এখনো হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে আলাদা করে কিছু করতে হবে না।