মমতার ফোনেও আড়ি পাতছে বিজেপি? ভোটের মুখে ফের অডিও ফাঁস

মমতার ফোনেও আড়ি পাতছে বিজেপি? ভোটের মুখে ফের অডিও ফাঁস

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন শুরুর মুখেই বিস্ফোরক অডিও ফাঁস হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের বিজেপির নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। এবার পঞ্চম দফা নির্বাচনের আগের দিন আরো একটি অডিও ক্লিপ ভাইরাল করল ভারতীয় জনতা পার্টি। এখানে শীতলকুচি কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের সঙ্গে, এমনই দাবি করছেমমতার ফোনেও আড়ি পাতছে বিজেপি? ভোটের মুখে ফের অডিও ফাঁস বিজেপি। চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে কথা বলছেন দুজন‌। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ বিকেল

এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং সাংসদ তথা চুঁচুড়ার প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এই অডিও ক্লিপ প্রকাশ করেন। অডিও ক্লিপে যে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে তা শুনে বোঝা যাচ্ছে যে শীতলকুচিতে যারা মারা গিয়েছেন তাদের নিয়ে কথা বলছেন দুজনে। একইসঙ্গে মহিলাকণ্ঠ জানাচ্ছেন যে ভালো করে মামলা দায়ের করতে হবে এবং আইনজীবী মারফত মামলা দায়ের করাতে হবে নিজেদের মতো করলে হবে না। অন্যদিকে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা বলতেও শোনা যাচ্ছে ওই মহিলা কন্ঠকে। অন্যদিকে পুরুষ কন্ঠ মহিলা কন্ঠে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে জানাচ্ছেন যে প্রত্যেকটা বুথে এজেন্ট দেওয়া গিয়েছে এবং তিনি যা নির্দেশ দিচ্ছেন সেই হিসাবে কাজ হবে। মহিলা কণ্ঠ আরো বলছে, সাধারণ মানুষ যাদের ভোট দিতে না পারে সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। বিজেপি ক্ষমতায় এলেই বাংলা এনপিআর আর ডিটেনশন ক্যাম্প বানাবে, সেই জন্যই যাবতীয় ঘটনা ঘটাচ্ছে তারা। 

এই অডিও ক্লিপ প্রসঙ্গে অমিত মালবের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যারা মারা গিয়েছেন তাদের মৃতদেহ নিয়ে মিছিল করতে চান এবং এই নির্বাচনকে সাম্প্রদায়িক করতে চান, শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য। তিনি মনে করছেন যারা মারা গিয়েছেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী।  আদতে তারাই শীতলকুচির ওই বুথ ক্যাপচার করতে গেছিল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অমিত মালব্য দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধমূলক মানসিকতা রয়েছে এবং সেই কারণেই তিনি মৃতদেহ নিয়ে এখন মিছিল করার প্রচেষ্টায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =