নন্দীগ্রামে গুলি ছোড়া পুলিশ কর্তা এখন কেন তৃণমূলে? মমতার কটাক্ষ অমিতের

নন্দীগ্রামে গুলি ছোড়া পুলিশ কর্তা এখন কেন তৃণমূলে? মমতার কটাক্ষ অমিতের

d9f68fc1ade9e6956ca3a2aac04a5640

 

কলকাতা:  আজ নন্দীগ্রাম দিবস৷ খাদ্য-বস্ত্র-বাসস্থানের মতো গুরুত্ব ইস্যুকে উড়িয়ে ভোটের বাংলায় এখন বড় চমক হয়ে উঠেছে নন্দীগ্রাম৷ সেই নন্দীগ্রামকে নিয়ে জয়ে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা৷ নন্দীগ্রাম দিবসে যখন হুইলচেয়ারে চেপে রাজপথে ফিরছেন মমতা, ঠিক তখন টুইটে যুদ্ধ ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের সভাপতি অমিত মালব্য৷

আজ সকালে নন্দীগ্রাম দিবস নিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন, ২০০৭ সালের আজ এই দিনে নন্দীগ্রামে গুলিতে মৃত্যু হয়েছিল গ্রামবাসীদের৷ এখনও অনেকে নিখোঁজ৷ রাজ্যের ইতিহাসে আজ এই দিনটি কালো দিন৷ নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পর মাঠে নামতে খুব বেশি দেরি করেননি বিজেপির সর্বভারতীয় আইটি সেলের সভাপতি অমিত মালব্য৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম স্মরণকে তীব্র কটাক্ষ করেন অমিত মালব্য৷

 

টুইটে তিনি লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছেন, যা কার্যত প্রহসন৷ নন্দীগ্রামে নিরস্ত্র কৃষকদের উপর সেই সময় যারা গুলি চালিয়েছিল, সিবিআই চার্জশিটে যাদের নাম ছিল, সেই পুলিশ অফিসারের  আইপিএস সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাজের মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে দিয়েছিলেন তিনি৷ পরে তাঁকে তৃণমূলের সদস্য করা হয়৷ এটাই নন্দীগ্রামে পিসির খেলা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *