মমতার ভাষণ শুরু হওয়ার আগেই অ-তৃণমূলি নেতারা চলে গিয়েছে: বিজেপি

মমতার ভাষণ শুরু হওয়ার আগেই অ-তৃণমূলি নেতারা চলে গিয়েছে: বিজেপি

কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চে কার্যত দিল্লি চলো’র ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের একাধিক রাজ্যে তাঁর ভাষণ দেখানো হয়েছে। দিল্লিতে একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চে। যদিও বিজেপি দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরু হওয়ার আগেই নাকি তারা সবাই চলে গেছিলেন। আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ অ-তৃণমূলি নেতারা কেউ শোনেননি। এমন দাবী করছেন বিজেপি নেতা তথা আইটি সেল প্রধান অমিত মালব্য।

এদিন তিনি টুইট করে দাবি করেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-নেত্রীদের জোট গঠনের জন্য কলকাতায় এক জনসভায় যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন। উনি সেটা করতেই পারেন। তবে ওনার মত একজন অ-নির্বাচিত মুখ্যমন্ত্রীর জেনে রাখা উচিৎ যে, এ দিন তৃণমূল ছাড়া অন্যান্য দলে যে সব নেতা-নেত্রীদের ভাষণ শোনার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল, তার মধ্যে অনেকেই ভাষণ শুরুর আগেই উঠে চলে গিয়েছেন।” শুধু এখানেই না থেমে তিনি আরও বলেছেন, ”বিজেপিকে ভাইরাস বলেছেন মমতা। এর থেকেই বোঝা যায় আসলে মমতার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। করোনার বিরুদ্ধে লড়াই করার কোনও ইচ্ছাই নেই তাঁর। পশ্চিমবঙ্গে এখনও করোনা পরিস্থিতি ভয়াবহ, স্বাস্থ্য পরিকাঠামো ধুঁকছে। এদিকে ভ্যাকসিন জালিয়াতি হচ্ছে। এদিকে কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন- পেগাসাস আতঙ্কে ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ লাগালেন মমতা! দেখালেন নিজেই

 

উল্লেখ্য, আজ দিল্লিতে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম সহ কংগ্রেস সাংসদ দ্বিগ্বিজয় সিং, এনসিপি প্রধান তথা সাংসদ পাওয়ার ছাড়াও আরো অনেকে ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন। নিজের ভাষণ শুরু করেই তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, রামগোপাল যাদব, জয়া বচ্চন, তিরুচি শিবার মতো বিজেপি বিরোধী শিবিরের নেতারা দিল্লিতে বসে তাঁর ভাষণ শুনছেন ভার্চুয়ালি। তিনি তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 19 =