থানায় ব্যক্তির মৃত্যু, আমহার্স্ট স্ট্রিটকাণ্ড এবার পৌঁছল হাইকোর্টে

কলকাতা: থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। আমর্হাস্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনার জল এবার গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। মৃতের পরিবারের দাবি, ব্যক্তির ময়নাতদন্ত এইমসে করার অনুমতি দিক আদালত। শুধু তাই নয়, তার ভিডিওগ্রাফি হোক। একই সঙ্গে থানার সিসিটিভি ফুটেজের দাবি করছে তারা। এখনও পর্যন্ত তাদের সেই ফুটেজ দেখানো হয়নি বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে ব্যক্তির পরিবার।
বুধবার দুপুরে হঠাৎ আমহার্স্ট স্ট্রিট থানা ওই ব্যক্তিকে কোনও ইস্যুতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। তিনি থানায় যান। কিন্তু বিকেলে পরিবারের সদস্যরা খবর পান যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আচমকা এই ঘটনা কী ভাবে ঘটে গেল, থানায় আদতে কী হয়েছে, তা নিয়ে এখন তোলপাড় চলছে। পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ তোলা হচ্ছে। দাবি করা হয়েছে, অল্প সময়ের মধ্যেই অন্তত পাঁচ জন পুলিশ কর্মী অশোক নামের ওই ব্যক্তির ওপর অত্যাচার চালিয়েছে। কেবল সন্দেহের বশে কোনও প্রমাণ ছাড়াই তাঁকে ব্যাপক মারধর করা হয়।
এই ঘটনায় যেহেতু পুলিশ অভিযুক্ত তাই মৃতের পরিবারের আর্জি, কেন্দ্রীয় কোনও হাসপাতালে অশোকের ময়নাতদন্ত হোক। সেক্ষেত্রে এইমস না হলেও অন্য কোনও কেন্দ্রীয় হাসপাতাল চাইছে তারা। দাবি করা হচ্ছে, থানায় যাওয়ার আগে পুরোপুরি সুস্থ ছিলেন ব্যক্তি। তাই এইভাবে শুধু অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে না।