অ্যাম্বুল্যান্স রুখল ঐশীদের মিছিল, ভিড় হঠিয়ে পথ দেখালেন বাম-কর্মীরা

অ্যাম্বুল্যান্স রুখল ঐশীদের মিছিল, ভিড় হঠিয়ে পথ দেখালেন বাম-কর্মীরা

কলকাতা:  নাগরিকত্ব আইনের সমর্থনে কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সভার কারণে ঘুরে যেতে হয়েছিল রোগী-সহ অ্যাম্বুল্যান্সকে৷ নাগরিকত্ব আইন বিরোধী  মিছিল থেকে অ্যাম্বুল্যান্সের পথ দেখিয়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নাগরিক আইনের প্রতিবাদে খোস কলকাতার রাজপথে থমকে যাওয়া অ্যাম্বুল্যান্সের পথ দেখিয়ে নজির গড়লেন নেতাকর্মীরা৷

আজ কলেজস্ট্রিটে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলে পা মেলান জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ৷ বিশাল মিছিলে পা মেলান বাম যুব ছাত্র সংগঠনের কয়ের হাজার কর্মী-সমর্থক৷ কলেজস্ট্রিট থেকে মিছিল শ্যামবাজার এগোতেই একটি অ্যাম্বুল্যান্স হঠাৎই মিছিলের মধ্যে ঢুকে পড়ে৷ মিছিলকে লক্ষ্য করে অ্যাম্বুল্যান্স এগিয়ে আসতে দেখে তৎপর হয়ে ওঠেন বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা৷ মুহূর্তেই অ্যাম্বুল্যান্সের পথ তৈরি করে দেওয়ার জন্য ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে নেন কর্মীরা৷ অ্যাম্বুল্যান্সকে গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন বাম কর্মীরা৷ মিছিলের কারণে অ্যাম্বুল্যান্সের গতি কিছুটা শ্লথ হলেও নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে অ্যাম্বুল্যান্সকে খুব বেশি বেগ পেতে হয়নি৷

এর আগে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলে হাঁটার সময় একটি অ্যাম্বুল্যান্সে মুখ্যমন্ত্রীর মিছিলের মধ্যে ঢুকে যায়৷ অ্যাম্বুল্যান্সে দেখে মুখ্যমন্ত্রী সেই অ্যাম্বুলেন্সকে এগিয়ে নিতে সাহায্য করেন৷ সেই ভিডিও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷

তবে, সভার কারণে প্রসূতীর অ্যাম্বুল্যান্সের পথ আটকে বাংলার রাজনীতিতে নয়া নজির গড়েন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ চলতি বছর ৭ জানুয়ারি কৃষ্ণনগরে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে দেওয়ার বার্তা দেন৷ সভা মঞ্চ থেকে বলেন, ‘‘অ্যাম্বুল্যান্সে এখান দিয়ে যেতে দেওয়া যাবেনা৷ লোক রাস্তায় বসে আছে৷ বিরক্ত করবেন না৷ ঘুরপথে অন্যদিক থেকে নিয়ে যান৷’’ গোটা ঘটনায় চক্রান্তের গন্ধ পেয়েছিলেন দিলীপ ঘোষ৷ জানিয়েছিলেন, তৃণমূলের লোকেরা অ্যাম্বুল্যান্সে পাঠিয়ে সভা বানচাল করার চেষ্টা করছে৷  দিলীপ ঘোষের সভায় অ্যাম্বুল্যান্সের পথ ঘুরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে কম বিতর্ক হয়নি৷ এবার খাস কলকাতায় বামেদের মিছিলে অ্যাম্বুল্যান্স প্রবেশ ও তাকে গন্তব্য পৌঁছে দেওয়ার নজির গড়লেন বাম যুব ছাত্র সংগঠনের কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *