ভোটের বাজারে নীরব আম্বেদকরের জন্মদিবস

কলকাতা: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে চৈত্র শেষে রামনবমীর তোড়জোড়৷ আরও একবার নীরবেই থেকে গেলেন দেশের দেশের সংবিধান প্রণেতা ড.বি আর আম্বেদকর৷ আজ ছিল তাঁর জন্মদিবস৷ রাজ্যজুড়ে তোমন সারা না ফেললেও মর্যাদার সঙ্গে পালিত হল কলকাতার বিভিন্ন এলাকায়৷ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে কাশিপুর এলাকায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ভারতীয় সংবিধানের জনককে। কেশবচন্দ্র স্ট্রিটে আম্বেদকরের

ভোটের বাজারে নীরব আম্বেদকরের জন্মদিবস

কলকাতা: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে চৈত্র শেষে রামনবমীর তোড়জোড়৷ আরও একবার নীরবেই থেকে গেলেন দেশের দেশের সংবিধান প্রণেতা ড.বি আর আম্বেদকর৷

আজ ছিল তাঁর জন্মদিবস৷ রাজ্যজুড়ে তোমন সারা না ফেললেও মর্যাদার সঙ্গে পালিত হল কলকাতার বিভিন্ন এলাকায়৷ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে কাশিপুর এলাকায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ভারতীয় সংবিধানের জনককে। কেশবচন্দ্র স্ট্রিটে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা উত্তর কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী কনিনীকা ঘোষ বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =