Aajbikel

‘কব্জা’ করা জমি ফেরত দিতে বলল বিশ্বভারতী, ‘মিথ্যে অভিযোগ’ দাবি অমর্ত্য সেনের

 | 
অমর্ত্য

কলকাতা: ফেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক৷ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু জমি দখলই নয়, অবিলম্বে সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে অমর্ত্য সেনের কাছে। অভিযোগ, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ 

১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে৷ এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁদের তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এ নিয়ে রাজ্য সরকারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে।

বিশ্বভারতীর জমি নিয়ে বেশ কয়েক বছর আগেই বিতর্কে জড়ান অমর্ত্য সেন। সেই সময় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম না করে অমর্ত্য সেনকে ‘জমি চোর’ বলে কটাক্ষ করেছিলেন। সেই সময়ই জোর বিতর্ক শুরু হয়। প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিশ্বভারতী পড়ুয়ারা।

বিশ্বভারতীর কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে চিঠি পাঠানো হয়েছে৷ এখানে অনেকগুলি মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যাচারের উত্তর দেওয়ার আগে, আমি পরীক্ষা করে দেখব যে তাঁরা কী ভাবে এই কথা বলছেন।’ প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘যদি আইনজীবী মনে করেন যে এই মিথ্যা অভিযোগের জবাব দেওয়া দরকার, তাহলে আমি আইনের দ্বারস্থ হব।’

Around The Web

Trending News

You May like