অমর্ত্য সেন ও সৌরভকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা? জল্পনায় উত্তাল বঙ্গ রাজনীতি

অমর্ত্য সেন ও সৌরভকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা? জল্পনায় উত্তাল বঙ্গ রাজনীতি

কলকাতা:   বাঙালির অন্যতম দুই আইকন হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিসিসিআই-এর সভাপতি তথা ভারতের প্রাক্তন  অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পেশাগত দিক থেকে তাঁদের মিল না থাকলেও, আপাতত এক সারিতেই আনা হচ্ছে বাঙালির দুই গর্বকে৷ এর অন্যতম কারণ হল, গত কয়েক দিন ধরেই বঙ্গ রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে তাঁদের উঠে আসা৷   

আরও পড়ুন- ভোটে প্রমাণ করে দেব নন্দীগ্রামের মানুষের পাশে আছে কিনা: শুভেন্দু

গতকাল ফিরোজশা কোটলা স্টেডিয়ামে উন্মোচিত হয় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি৷ ওই অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মহারাজ৷ শাহি মঞ্চে সৌরভের উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে রাজ্য রাজনীতির আঙিনায়৷ এর আগে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ৷ এর পর থেকেই এই জল্পনার পারদ তুঙ্গে উঠেছে৷ যদিও সৌরভের বক্তব্য, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ৷ রাজ্যপাল ইডেনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তাঁকে দেখা করতেও বলেছিলেন৷ রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি রাজভবনে গিয়েছেন৷ কিন্তু রাজ্য রাজনীতিতে বিগত কয়েক দিন ধরেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে৷ আর সেটা হল, সৌরভ গঙ্গোপাধ্যায় কি বিজেপি-তে যোগদান করবেন? তিনিই কি হবেন বিজেপি’র মুখ্যমন্ত্রীর মুখ? গত দু’দিনের ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকেই যেন আরও বেশি করে উস্কে দিয়েছে৷ 

একইভাবে হার্ভার্ডের অধ্যাপক তথা নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনও উঠে এসেছেন রাজনৈতিক চর্চার কেন্দ্রে৷ তাঁর শান্তিনিকেতনের পৈতৃক ভিটে প্রতীচী’র জমির একটা অংশ বিশ্বভারতীর মালিকানাধীন বলে দাবি উঠেছে বেশ কিছু মহলে৷ এই দাবি উঠতেই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে৷ বিশ্বভারতীর জমিতে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে যখন চারিদিকে আলোড়ন পড়েছে৷ তখন নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই অবস্থায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে তাঁকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর চিঠির পাল্টা জবাবও দিয়েছেন তিনি৷ অমর্ত্য সেন জানিয়েছেন এই বিষয়ে লিখিত ভাবে তাঁকে কিছু জানানো হয়নি৷ অথচ এই ধরনের ভুল তথ্য প্রচার করা হচ্ছে৷ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেই কি এই ধরনের অবমাননা সহ্য করতে হচ্ছে? প্রশ্ন তুলেছেন তিনি৷ ফলে একদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্যদিকে অমর্ত্য সেন, এই দু’জনের অবস্থান নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি৷ 

আরও পড়ুন- ‘ভূতুরে’ ভোটার? ভোটের আগেই বাতিল কয়েক হাজার ভোটারের নাম

এদিকে, অমর্ত্য সেনের পক্ষ নিয়ে গতকাল বাংলা অ্যাকাডেমির সামনে অবস্থানে বসেছিলেন কবীর সুমন, শুভাপ্রসন্ন, সুবোধ সরকার, ব্রাত্য বসুর মতো ব্যক্তিত্বরা৷ তাঁদের অভিযোগ, অমর্ত্য সেনকে উৎখাতের চেষ্টা করছে বিজেপি৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্ব তাঁর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন৷ অমর্ত্য সেন সম্পর্কে বিজেপি’র মানসিকতার ফলই এটা৷ প্রায় প্রতিদিনই অমর্ত্য সেনের বিরোধিতা করে সুর চড়াচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ অন্যদিকে প্রাতভ্রমণে বেরিয়ে তিনি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ বিজেপি’তে এলে বিজেপি শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে৷ এই ধরনের কৃতি মানুষের জন্য বিজেপি’র দরজা খোলা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =