আর নয় ছুটি, আগের মতো মিলবে ব্যাঙ্ক পরিষেবা, কার্যকর নবান্নের নির্দেশ

আর নয় ছুটি, আগের মতো মিলবে ব্যাঙ্ক পরিষেবা, কার্যকর নবান্নের নির্দেশ

কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে ধাপে ধাপে চালু হয়েছে আনলক-৪৷ জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকিয়ে নিয়ে চলছে দৈনিক জীবনযাপন৷ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হলেও খুলেছে অফিস৷ খুলে গিয়েছে বাজার-ঘাট৷ চালছে ব্যাঙ্ক৷ দীর্ঘ লকডাউনের মধ্যেও লাগাতার মিলেছে ব্যাঙ্ক পরিষেবা৷ আক্রান্ত হয়েছেন বহু ব্যাঙ্ক কর্মী৷ কিন্তু, সংক্রমণের আশঙ্কায় ব্যাঙ্ক খোলার রাখার বিধিনিধি ছিল কার্যকর৷ সীমিত সময় পাওয়া যাচ্ছিল ব্যাঙ্ক পরিষেবা৷ এবার আনলক-৪ পর্ব থেকে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ প্রত্যহার করল পশ্চিমবঙ্গ সরকার৷

লকডাউন পরবর্তী সময়ে ব্যাঙ্ক কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে সীমিত পরিষেবা দেওয়ার নির্দেশ কার্যকর করেছিল রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, প্রতি শনিবার ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে৷  এবার আনলক-৪ পর্বে সেই নির্দেশ প্রত্যাহার করল অর্থ দফতর৷ শুক্রবার নবান্নের তরফে জানানো হয়েছে, এবার থেকে আগের বিধি অনুযায়ী পরিষেবা পাওয়া যাবে৷ সপ্তাহের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক৷

নবান্নের নয়া নির্দেশের ফলে আগামীকাল শনিবার থেকে প্রতি শনিবার ব্যাঙ্ক আর বন্ধ থাকবে না৷ ব্যাঙ্কের নিজস্ব নিয়ম অনুযায়ী সপ্তাহের ২য় ও ৪র্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ করোনা সংক্রমণ নিযন্ত্রণে আনতে প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য৷ গত ২০ জুলাই এই মর্মে জারি হয় নির্দেশিকা৷

ইতিমধ্যেই অনলক-৪ পর্বে রাজ্যে পানশালা খোলার অনুমতি মিলছে৷ তোড়জোড় শুরু হয়েছে মেট্রো চলাচলে৷ আর তার মধ্যে সপ্তাহে ৫-৬দিন ব্যাঙ্ক পরিষেবা চালু হওয়ায় কিছুটা হলেও স্বাভাবিকতার দিকে এগোবে জনজীবন৷ তবে, সব খুলে গেলেও সংক্রমণ আশঙ্কা এখনও নির্মূল নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =