ভোটের রাতে বিবস্ত্র করে রাস্তায় ফেলে কংগ্রেস প্রার্থীকে ‘মার’, মামলা গড়াল হাইকোর্টে

ভোটের রাতে বিবস্ত্র করে রাস্তায় ফেলে কংগ্রেস প্রার্থীকে ‘মার’, মামলা গড়াল হাইকোর্টে

কলকাতা:  কলকাতা পুরভোটে দিনভর দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে৷ অভিযোগ ভোটের দিন রাস্তায় ফেলে মারা হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে৷ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি৷ বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করার অনুমতি মিলেছে৷ আগামীকাল বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা৷ 

আরও পড়ুন- ‘‘অক্সিজেন, স্যালাইন দিয়ে সিপিএম-কে বাঁচানো যাবে না’’, কটাক্ষ দিলীপের

রবিবার ভোটের দিন রাতে আক্রান্ত হন কংগ্রেস প্রাথী রবি সাহা। তাঁকে রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত কংগ্রেস প্রার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন৷  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। রবি সাহাকে রাস্তায় ফেলে মারধরের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা গিয়েছে, মারধরের পর বিবস্ত্র অবস্থায় রাস্তাতেই পড়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী৷ এই ঘটনায় বটতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কংগ্রেস প্রার্থী তাঁর অভিযোগে জানিয়েছেন,  রাত ১১টা ১৫ মিনিট নাগাদ তিনি লোহাপট্টি এলাকায় জিনিস কিনতে গিয়েছিলেন। সেই সময় আচমকা তাঁর উপর আক্রমণ করা হয়৷  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রবি সাহা।

প্রসঙ্গত, পুরভোটে প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা৷ তার মধ্যে এই ভিডিয়ো বিরোধীদের অভিযোগকেই মানত্য দিল৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরী৷ তিনি বলেন, “বাংলায় গণতন্ত্র নয়,  বর্বর দিদিতন্ত্র চলছে। একজন মানুষকে জনসমক্ষে বিবস্ত্র করে বেধরক মারা হল। তাঁর অপরাধ কী? তাঁর অপরাধ তিনি কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন? ছিঃ দিদি ছিঃ। ধিক্কার।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + five =