উত্তপ্ত আমডাঙা, ISF-কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তপ্ত আমডাঙা, ISF-কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমডাঙা:  দফায় দফায় সংঘর্ষ ও বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত ষষ্ঠ দফা৷ উত্তর ২৪ পরগণার আমডাঙায় ১২৭ নম্বর বুথ এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ৷ একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ রাতভর এলাকায় অশান্তি হয়েছে বলে আইএসএফ-এর অভিযোগ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- উত্তপ্ত আমডাঙা, ভোটের মাঝেই উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

আইএসএফ কর্মীদের বাড়ির ভিতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালানো হয়৷ বাড়ি ভাঙচুর করা হয়৷ উল্টে দেওয়া হয় ভ্যান গাড়ি৷ শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ৷ এক আইএসএফ কর্মা বলেন, গতকাল রাতে আমরা বাড়িতে ছিলাম না৷ সেই সময় আমাদের বাড়ি ভাঙচুর করা হয়৷ তৃণমূলের নেতারা লোকজন নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করা হয়৷ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির পরেও এই ধরনের ঘটনা ঘটছে৷ পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেই তাঁদের অভিযোগ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =