দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগ! নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট

দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগ! নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট

কলকাতা: এসএসসি-র পরে এবার দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছিল। দমকলের প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়৷ দমকলে সেই নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল উচ্চ আদালত। আরও ১৫ দিন অন্তর্বর্তীকালীন সময়সীমা বৃদ্ধি করলবিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- কুৎসিত রাজনীতি হচ্ছে! শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে বিজেপিকে একহাত তৃণমূলের

রাজ্যের দমকল বিভাগে বেআইনি নিয়োগ মামলায় সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী এক সপ্তাহ সময় চেয়ে আবেদন জানান। তাঁর আবেদন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। 

মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা প্রথমে SAT-এর দ্বারস্থ হন। SAT সেই মামলা খারিজ করে দিলে SAT-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীরা।