কলকাতা: সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে কলকাতা পুরসভার নির্বাচন শুরু হলেও আপাতত বিক্ষিপ্ত কিছু উত্তেজনার খবর সামনে আসছে। ইতিমধ্যে শিয়ালদহের টাকি গার্লস স্কুলের বুথে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। সেখানে কংগ্রেসের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে এবং অভিযুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ একেবারে অস্বীকার করে দেওয়া হয়েছে। আপাতত ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।
শিয়ালদহ ছাড়াও বেলেঘাটা খান্না হাইস্কুলের বুথে উত্তেজনা ছড়িয়ে ছিল সকালে এবং সেখানে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ এনেছিল সিপিএম। বুথের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ করা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল। উল্লেখ্য, এর আগে পুরসভার নির্বাচন হয়েছিল ২০১৫ সালে যেখানে তৃণমূল কংগ্রেস একাই জিতেছিল ১১৪ টি আসন এবং রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপির পেয়েছিল মাত্র ৭ টি আসন। শেষ পুরসভার নির্বাচনে বামেদের দখলে এসেছিল ১৫ টি আসন। এদিকে আজ এই নির্বাচন হচ্ছে ইভিএমের সাহায্যে এবং মঙ্গলবার ভোট গণনা। আজ ভোট হচ্ছে মোট ১৪৪ টি ওয়ার্ডে যেখানে বুথের সংখ্যা প্রায় ৪ হাজার ৯৫৯ টি।