সুপ্রিম নির্দেশে সিসিটিভি বসেনি, টাকা তছরূপের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

সুপ্রিম নির্দেশে সিসিটিভি বসেনি, টাকা তছরূপের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

কলকাতা: রাজধানী দিল্লিতে ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। নির্ভয়া ধর্ষণ কাণ্ডের সেই নৃশংস স্মৃতি এখনও ভুলতে পারেনি দেশবাসী। তবে এখন সকলে এইটুকু স্বস্তি পেয়েছে যে, ধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা ফাঁসি কাঠে ঝুলেছে। এই নির্ভয়া কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যাতে দেশের প্রতিটি মেট্রো শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি বসানো হয়। কিন্তু সেই নির্দেশ পুরণে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, এই ভিত্তিতে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারকে, তাও তছরূপ হয়েছে বলে অভিযোগ।

দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য ১৮১ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু ২০১৯ সাল থেকে আজও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠছে। যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন মামলার শুনানিতে এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় আদালতে জানান, ইতিমধ্যে কলকাতায় ১ হাজার ০২০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাকি অর্ডার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আদালতকে জানাবার জন্য হলফনামার সুযোগ দেওয়া হোক বলেও আবেদন করেন তিনি।

এদিকে, মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ করে বলেন, নির্ভয়া কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিসিটিভি বসানোর যে অর্থ অর্থাৎ ১৮১ কোটি টাকা বাংলার সরকারকে দেওয়া হয়েছিল, তা তছরুপ হয়েছে! কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =