টাকার জন্য রোগী আটকে এসএসকেএমে! অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

টাকার জন্য রোগী আটকে এসএসকেএমে! অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

কলকাতা: চিকিৎসার গাফিলতিতে অভিযোগ থেকে শুরু করে টাকার অভাবে রোগী আটকে রাখার অভিযোগ শহর তাদের রাজ্যের একাধিক হাসপাতালের বিরুদ্ধে উঠেছে। এবার সেই একই অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালে বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর দেহ আটকে রাখা হয়েছিল। টাকা দেওয়া বাকি ছিল বলে দেহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে উঠবেন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বর্ণালী মণ্ডল নামের এক রোগী। গত মাসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি এবং তার পরেই সেখানে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে, ওই রোগী গার্হস্থ্য হিংসা শিকার হন এবং তারপরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই মহিলার আইনজীবীরা অভিযোগ, কেবিনের প্রায় ৩৯ হাজার টাকা বাকি থাকায় দেহ ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিল মেটানোর পর দেহ ছাড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় শহরে।

আরও পড়ুন: পদক্ষেপের হুঁশিয়ারির পরেও রাস্তায় অমিল বাস, বৈঠকে বসছে সরকার

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এই ধরনের কোন ঘটনাই ঘটেনি। হাসপাতাল সুপার বলেছেন, তিনি নিজে খোঁজ নিয়ে দেখেছেন যে দেহ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো দাবি করেছেন যে, মৃতের পরিবার কোন অভিযোগ জানায়নি এ ব্যাপারে। যদিও স্বাস্থ্য দফতর এসএসকেএমের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়ে বলে খবর। কারা এই ঘটনায় যুক্ত এবং ঘটনার বিবরণ জানতে চেয়েছে তাঁরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =