Aajbikel

ডিএ-র মিছিলের অনুমতি মিলছে না, পুলিশের বিরুদ্ধে ফের হাইকোর্টে অভিযোগ

 | 
হাইকোর্ট

কলকাতা: সরকারি কর্মচারীদের নবান্ন অভিযান ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। আগামী ৬ মে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত ডিএ-র দাবিতে মিছিল করতে চেয়েছে তারা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের অনুমতি দেয়নি, আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে আদালত রাজ্যের কাছে একাধিক বিষয় জানতে চেয়েছে। তবে আজ এই নিয়ে জট কাটেনি। বুধবার আবার মামলার শুনানি।

পুলিশের কাছে মিছিলের আবেদন জানায় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আবেদন খারিজ করে দেওয়া হয় বলেই জানান হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চূড়ান্ত ব্যস্ততম এলাকা হওয়ায় সেখানে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। বিচারপতি রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান, সুপ্রিম কোর্ট কি তাদের আন্দোলন করতে বারণ করেছে? যারা তাদের কর্মী, তারাই তো ডিএ নিয়ে আন্দোলন করছেন। এই প্রেক্ষিতে তিনি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আদালতকে এ বিষয় ঢুকতে হবে কেন? আদালত কাউকে আন্দোলন করতে বাধা দেবে না। পুলিশ শর্ত দিয়ে তো মিছিলের অনুমতি দিতেই পারে। রাজ্য ঠিক করুক কী শর্তে অনুমতি দেবে ডিএ মিছিলের। 

বিচারপতি এই প্রসঙ্গে আরও বলেন, অন্তত চারটে মামলা বলতে পারবেন যেখানে হলফনামা চাওয়া হয়েছে, সেখানে যারা আগে আবেদন করেছে, তাদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অবস্থান ঠিক নয়। পুলিশ সবচেয়ে খারাপ অবস্থায়। সবার টার্গেট পুলিশ। আবার পুলিশকে দিয়ে এমন কাজ করানো হয় সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়ে। 

Around The Web

Trending News

You May like