ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে! খাস কলকাতায়

ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে! খাস কলকাতায়

ac14b0dec8b787554c20a1e72f70ad26

কলকাতা: বাংলায় বিধানসভা ভোটের প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছেন যে, কেন্দ্রীয় বাহিনী বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। ভোটারদের প্রভাবিত করছে বিজেপিকে ভোট দিতে। ইতিমধ্যেই গত ৭ দফায় একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। এবার তাদের ঘিরে উত্তপ্ত হল নারকেলডাঙা। 

জানা গিয়েছে, মানিকতলা বিধানসভার নারকেলডাঙা মেন রোডে ভোটারদের উপর লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ উঠছে এমনটাই। জওয়ানদের লাঠির বাড়িতে এক মহিলা হাতে চোট পান বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। এখন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এদিন সকালেই অগ্নিগর্ভ হয় মানিকতলা৷ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ চলে৷ তাঁকে ঘিরে ধরে চলে ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তি৷ অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়িতে উপর হামলা চালানো হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *