গাড়িচালককে বিয়ে করেছেন চন্দনা! পরকীয়ার অভিযোগ বিজেপি বিধায়ক বিরুদ্ধে

গাড়িচালককে বিয়ে করেছেন চন্দনা! পরকীয়ার অভিযোগ বিজেপি বিধায়ক বিরুদ্ধে

কলকাতা: বড় রকমের বিতর্কে জড়ালেন বাঁকুড়া শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, চন্দনা তাঁর গাড়ির চালককে বিয়ে করেছেন বলে অভিযোগ করে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত গাড়িচালকের স্ত্রী। যদিও চন্দনা দাবি করছেন যে পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই গাড়িচালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রুম্পা অভিযোগ করেছেন যে, গোপনে তাঁকে বিয়ে করেছেন চন্দনা। এদিকে তাদের দুজনেরই সন্তান রয়েছে। যদিও বিজেপি বিধায়ক চন্দনা দাবি করছেন যে পারিবারিক সমস্যার কারণে তিনি থানায় গিয়েছিলেন কিন্তু বিরোধীরা তাঁর নামে অপপ্রচার শুরু করেছে। মোদ্দা কথা, নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন যে রুম্পা নামের ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওই গাড়িচালকের স্ত্রীর দাবি, গোপনে চন্দনা এবং তার স্বামী বিয়ে করেছেন বলে তিনি জানতে পেরেছেন এবং তারপরে চন্দনার ভাই তাকে হুমকি দিয়েছেন যে থানায় ঢুকিয়ে দেবেন। তবে চন্দনা এবং তাঁর স্বামীর স্পষ্ট কথা, পারিবারিক সমস্যা হয়েছিল তাদের মধ্যে এবং বেশি নেশা করার কারণে ঝগড়া হয়েছিল, এর থেকে বেশি কিছু হয়নি। চন্দনার স্বামীর স্পষ্ট কথা যে তার সঙ্গে অন্য কোনো মহিলার সম্পর্ক নেই। এই ক্ষেত্রে তিনি নিজের বিধায়ক স্ত্রীয়ের কথা মতোই দাবি করছেন যে পুরোটাই কল্পিত। এই ইস্যুতে চন্দনা সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়ে জানিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটানো হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিরোধী পক্ষ। 

আরও পড়ুন- ত্রিপুরা, দিল্লি দখলের পথে ভোট পরবর্তী হিংসার রায়ে কতটা অস্বস্তিতে ঘাসফুল শিবির?

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই সন্দেহ তৈরি হয়েছে কারণ বাঁকুড়া বিজেপির একাংশের মতে চন্দনার বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকলেও থাকতে পারে। যদিও এই ব্যাপারে প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি নন। তবে পুলিশের বক্তব্য, গাড়িচালক কৃষ্ণর স্ত্রী রুম্পার দাবি, বুধবার রাতে চন্দনা এবং কৃষ্ণা বিয়ে করেছেন। এমনকি পুলিশের একাংশ বলছে, এই কথা চন্দনা স্বীকার করেছেন! যদিও চন্দনার দাবি, পুলিশ একেবারে মিথ্যে কথা বলছে, তিনি এই ধরণের কোনও কথা বলেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =