fake ed
কলকাতা: ইডি অফিসারের পরিচয়ে তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি৷ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিজিও কমপ্লেক্সের বাইরে ধুন্ধুমার। হাতেনাতে ধরা পড়ে পিটুনি খেল যুবক। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সের বাইরে রীতিমতে হুলস্থূল কাণ্ড বাধে। অভিযুক্ত যুবকের নাম প্রদীপ সাহা। তিনি সোনারপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ন’মাস আগে শাদি ডট কমের ওয়েবসাইটে এক তরুণীর সঙ্গে ভাব জমান প্রদীপ। সেখানে তিনি নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দেন৷
মঙ্গলবার দুপুরে আচমকাই সিজিও কমপ্লেক্সের বাইরে ভিড় জমান একদল উত্তেজিত জনতা। এক যুবককে নিয়ে হাজির তাঁরা। দড়ি দিয়ে দু’হাত বাঁধা। গলায় ঝুলছে ইডির লোগো লাগানো আইকার্ড। দাবি, এই যুবক নিজেকে ইডি অফিসার বলে দাবি করে বিয়ের প্রস্তাবহ দেন এক যুবতীকে। আগামিকাল বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের৷ বিয়ের আয়োজন সব সাড়া। শেষ মুহূর্তে মেয়ের পরিবার জানতে পারে ওই যুবক ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করার মতলব করেছিল। একথা জানতে পেরে দড়ি দিয়ে তাঁকে বেঁধে সোজা ইডির দফতরের সামনে নিয়ে আসা হয়েছে। সেখানেই চলে মারধর।