কলকাতা: স্কুলশিক্ষা সম্পর্কিত যাবতীয় সরকারি পোর্টাল এক ছাতার তলায় এনে তৈরি হচ্ছে একটিমাত্র ওয়েবসাইট। এর ফলে স্কুলশিক্ষা দপ্তরের চালু পাবলিক ওয়েবসাইট wbsed.org.in বন্ধ হয়ে যাবে বলে খবর। তবে, নতুনটির নাম ইউআরএল একই থাকতে পারে। লাইসেন্স সংক্রান্ত কারণে তাতে সামান্য কিছু বদল হতে পারে। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নতুন ওয়েবসাইটের উদ্বোধন করবেন বলে সমগ্র শিক্ষা মিশন সূত্রে খবর। এর ফলে শুধুমাত্র দপ্তরের কর্মী-আধিকারিকরাই নন, উপকৃত হবেন সাধারণ শিক্ষকরাও। মাউসের এক ক্লিকেই সমস্ত বিভাগের তথ্য চলে আসবে হাতের মুঠোয়। শিক্ষাদপ্তরের পাবলিক ওয়েবসাইট ছাড়াও অন্য একটি পোর্টাল রয়েছে। যার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শুধুমাত্র কিছু আধিকারিক এবং কর্মীর কাছেই রয়েছে। তাতে ফাইল ট্র্যাকিং ছাড়াও গোপন অর্ডার চালাচালি হয় বলে সূত্রের খবর। এছাড়াও, ডিরেক্টরেট অব স্কুল এডুকেশন (ডিএসই) এবং কমিশনারের দপ্তরের কাজকর্ম সম্পর্কিত নিজস্ব ফাইল ট্র্যাকিং সিস্টেম রয়েছে। যাতে লগ ইন করতে পারতেন শুধুমাত্র আধিকারিকরাই। সেটি অবলুপ্ত হতে পারে। মিড ডে মিল, সর্বশিক্ষা (এখন যা সমগ্র শিক্ষা) অভিযানের নিজস্ব ওয়েবসাইটগুলিও বন্ধ করা হচ্ছে বলে খবর। ল’ সেকশনের জন্য একটি পোর্টাল চালু করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে নতুন ওয়েবসাইটের মধ্যেই সব রাখার ব্যবস্থা হচ্ছে।
স্কুলশিক্ষার সব খবর একই ওয়েবসাইটে
কলকাতা: স্কুলশিক্ষা সম্পর্কিত যাবতীয় সরকারি পোর্টাল এক ছাতার তলায় এনে তৈরি হচ্ছে একটিমাত্র ওয়েবসাইট। এর ফলে স্কুলশিক্ষা দপ্তরের চালু পাবলিক ওয়েবসাইট wbsed.org.in বন্ধ হয়ে যাবে বলে খবর। তবে, নতুনটির নাম ইউআরএল একই থাকতে পারে। লাইসেন্স সংক্রান্ত কারণে তাতে সামান্য কিছু বদল হতে পারে। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নতুন ওয়েবসাইটের উদ্বোধন করবেন বলে সমগ্র