কলকাতা: ভোটের আগে রাজ্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হল ‘দুয়ারে সরকার’। রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে রাজ্যজুড়ে বিধবা ভাতা ও পেনশন স্কিমের জন্য মোট ১৫ লক্ষ আবেদন জমা পড়েছে। এইসমস্ত আবেদনের ১০০ শতাংশই বৈধ বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল থেকেই সেগুলি রূপায়ণের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ২ কোটি আবেদনপত্র জমা পড়েছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে। আবেদনপত্রগুলির মধ্যে ৭৫% আবেদনই সমাধানের আওতায় আনা হয়েছে সরকারের তরফে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক মানুষ সরকারি পরিষেবা পেয়েছেন এই কর্মসূচির মাধ্যমে৷’’
রাজ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ব্যাপক সাড়া মেলায় এবার এই প্রকল্পকে আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, ‘‘আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচির চতুর্থ পর্যায় চলবে রাজ্যজুড়ে। কিন্তু যারা এই প্রকল্পের সুবিধালাভ করতে পারেননি এখনও, তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালাবে৷’’
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রাজ্যজুড়ে চালু হয় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্যের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, মানবিক, কৃষক বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, জাতিগত শংসাপত্র প্রদান, ১০০ দিনের কাজের মতো ১২ টি প্রকল্পের সুবিধা না পাওয়া মানুষদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই চালু হয় এই প্রকল্প। রাজ্যজুড়ে ব্যাপক সাড়া মিলেছে এই কর্মসূচিতে। প্রায় ২ কোটি মানুষের আবেদন জমা পড়েছে গত দুমাসে, যার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা সর্বোচ্চ।