ধর্নায় বসবেন মমতা, ৩ দিন বন্ধ সব অবস্থান, আন্দোলনকারীদের ই-মেল পাঠাল পুলিশ

ধর্নায় বসবেন মমতা, ৩ দিন বন্ধ সব অবস্থান, আন্দোলনকারীদের ই-মেল পাঠাল পুলিশ

কলকাতা: কেন্দ্রের বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়৷ বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই সাতদিনের ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছিলেন তিনি৷ তা ফুরতেই ধর্নার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ শুক্রবার রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে মঞ্চ বাধা হয়ে গিয়েছে। ৪৮ ঘণ্টা ধর্না শেষে বুধবার, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দিল্লি রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, মমতার রেড রোডের ধরনার জন্য আগামী ৩ দিন বন্ধ থাকবে সব অবস্থান। 

শহিদ মিনারের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। একই ভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আপার প্রাইমারি, প্রাইমারি, গ্রুপ-সি, গ্রুপ-ডি-র চাকরিপ্রার্থীরাও। কিন্তু, এই তিনদিন তাঁরা অবস্থানে বসতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই প্রতিটা সংগঠনের কাছে আলাদা আলাদা করে ই-মেল পাঠানো হয়েছে ময়দান থানার পুলিশের তরফে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *