কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ আনলক ৩ শুরু হলেও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে লকডাউন ঘোষণা করতে কার্যত বাধ্য হয়েছে প্রশাসন৷ চলতি মাসজুড়ে রাজ্যেও ৬ দিলের সপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ওই লকডাউনে বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা৷ এর পরও চলতি মাসে আরও বেশ কয়েরদিন পরিষেবা পাওয়া যাবে না৷ চলতি মাসে মোট ১৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা৷ এর পরও ব্যাঙ্ক কর্মচারীদের জন্য বড়সড় সুখবর শোনাল রাজ্য সরকার৷
রাজ্যের ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর। এবার থেকে শুধু মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার নয়, প্রত্যেক শনিবারই ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। অর্থাৎ এবার থেকে সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ রাজ্যপালের নির্দেশিকা অনুসারে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের তরফে গত ২০ জুলাই এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে৷
যেখানে উল্লেখ করা হয়েছে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ২৫ নম্বর ধারার অধীনে নোটিফিকেশন ২০/২৫/৫৬-পিইউডি (১) ০৮.০৬.১৯৫৭ অনুসারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের জন্য বলেই জানিয়েছেন রাজ্যপাল। নির্দেশিকাটি যত দ্রুত সম্ভব কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকাটি সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাঠিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ৷ আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মকারীরাও করোনা আক্রান্ত হয়েছেন৷ দীর্ঘ লকডাউনের পরও ছুটির দিন ছাড়া একদিনের জন্যও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়নি৷ পরিষেবা চালিয়ে গিয়েছেন কর্মীরা৷ আর তাতে সংক্রমিত হয়েছেন কর্মচারীদের একাংশ৷ এবার সেই সমস্যা মাথায় রেখে, সংক্রমণ যাতে কিছুটা ঠেকানো যায়, তা নিশ্চিত করতে সপ্তাহে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷