প্রায় উঠে গেল বাংলার লকডাউন! খুলছে অফিস, চলবে বাস, ধর্মও! ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রায় উঠে গেল বাংলার লকডাউন! খুলছে অফিস, চলবে বাস, ধর্মও! ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: কলকাতা: আরও শিথিল হল বাংলার লকডাউন বিধি৷ লকডাউনের ৬৬ দিনের মাথায় এবার বাংলা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান দরজা খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী পয়লা জুন থেকে শর্তসাপেক্ষে মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার খুলে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আগামী পয়লা জুন থেকে কোথায় কী খুলছে? ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, শর্তসাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে৷ তবে সবাই একসঙ্গে জড়ো হতে পারবেন না৷ ১০ জনের বেশি মানুষ ধর্মীয় স্থানে সমবেত হতে পারবেন না৷ কোনরকম ধর্মীয় জমায়েত করা যাবে না৷ যদি কেউ চান মন্দির মসজিদ গুরুদ্বারে নিজেদের প্রার্থনা সেরে ফিরে যেতে পারবেন৷ এর জন্য যথেষ্ট দূরত্ব বিধি মনে চলতে হবে৷ মন্দির- মসজিদ-গির্জা গুরুদ্বারে ১০ জনের বেশি ঢোকা যাবে না৷ আগামী ৭২ ঘণ্টা ধর্মীয়স্থানগুলি স্যানিটাইজ কাজ করা হবে বলেও ঘোষণা করেছেন৷ মুখ্যমন্ত্রী মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজার ব্যবহার করতে হবেও জানানো হয়েছে৷ বড় কোন উৎসব এখন করা যাবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী পয়লা জুন থেকে বেসরকারি বাসে সমস্ত আসনে যাত্রী নিয়ে পরিষেবা চালু করা যাবে৷ তবে, কোনও যাত্রী দাঁড়িয়ে বাসযাত্রা করতে পরবেন না৷ আগে বাসে ২০ জনের যাত্রীবিধি করা হয়েছিল৷ আজ সেই নির্দেশ বদল করা হয়েছে৷ এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, গণপরিবহণে স্যানিটাইজেশনে জোর দেওয়া হবে৷ মুখে মাস্ক ও গ্লাভস থাকা বাধ্যামূলক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী পয়লা জুন থেকে খুলছে পাটকর ও চা শিল্প৷ হাজির থাকতে পারবেন ১০০ শতাংশ কর্মী৷  আগামী ৮ জুন থেকে ১০০% কর্মীকে নিয়ে সরকারি ও সরকারি অফিস খুলে যাবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ অফিস খুললেও স্যানিটাইজ করে জরুরি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =