‘দুয়াও মে ইয়াদ রাখনা…’ বিদায় নিল নন-এসি মেট্রো রেক

‘দুয়াও মে ইয়াদ রাখনা…’ বিদায় নিল নন-এসি মেট্রো রেক

a1e6dff12f85e8a45af53143a08d6760

কলকাতা: মেট্রোতে উঠে এসির জন্য হাহাকার, বাইরের আওয়াজে বিরক্তি, এসি মেট্রোর জন্য অপেক্ষা করে একটার পর একটা মেট্রো ছেড়ে দেওয়া… এসব দিন আর দেখতে হবে না কলকাতাবাসীকে। কারণে সেই ‘ঝক্কির’ নন-এসি মেট্রো রেক আর চলবে না। দীর্ঘ দিনের পথ চলা অতিক্রম করে এবার বিদায় নিল সে। শেষ হয়ে গেল দীর্ঘ তিন দশকের পথ চলা। অবশেষে কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন-এসি রেক। এখন থেকে শুধু এসি-ময় যাত্রা। 

আরও পড়ুন- বৃষ্টি চলবে, সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে উত্তরবঙ্গকে

বর্তমানে ভারতে শুধুমাত্র কলকাতাতেই চলত মেট্রোর নন-এসি রেক। কিন্তু গত বছর লকডাউন হয়ে যাওয়ার পর তা আর দেখা যায়নি। প্রায় দেড় বছর না চলার পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন-এসি রেক। শেষবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর লাইন পরীক্ষা করতে ব্যবহার করা হয়েছিল এটি। তার আগে ধাপে ধাপে এই নন-এসি রেক বাতিল করতে শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই কাজের অন্তিম পর্বও সমাপ্ত হল। এখন থেকে আর মেট্রো লাইনে দেখা যাবে না সেটি, স্মৃতি হয়ে থেকে যাবে হাওড়া রেল মিউজিয়ামে। কোনও দিন দেখার ইচ্ছে হলে সেখানে গিয়েই দেখতে হবে। 

এতদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল পর্যাপ্ত এসি রেকের। অবশেষে ১৪টি এসি রেক এসে পৌঁছনোয় নন-এসি রেক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১৯৮৪ সালের অক্টোবর মাস থেকে যাত্রা শুরু করেছিল কলকাতার নন-এসি মেট্রো রেক। দু’দফায় চেন্নাই থেকে এসেছিল ১৮ টি রেক। তারপর প্রায় তিন দশক ধরে কলকাতা তথা রাজ্যের মানুষের মেট্রো যাত্রা সূগম করেছে এটি। তবে এখন সে শুধুই থাকবে ইতিহাসের পাতায়। সকলের উদ্দেশে তার হয়ত একটাই আর্জি, ‘আচ্ছা চালতা হু, দুয়াও মে ইয়াদ রাখনা…’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *