নিজস্ব প্রতিনিধি, বোলপুর: অমিত শাহের মেগা রোড শো হয়েছে বীরভূমে৷ তাতে কাতারে কাতারে লোক জমা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে একঝলক দেখতে উপচে পড়েছে মানুষের ভিড়৷ তবে লোকেদের যে ভিড় দেখা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই বিজেপি ভাড়া করেছে এনেছে বলে বিস্ফোরক দাবি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ রবিবার অমিত শাহের রোড শোয়ের পর সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেখানে অনুব্রত দাবি করেন, ঝাড়খন্ড, দুমকা, রাণীগঞ্জ, আসানসোল থেকে লোক এনে ভিড় করা হয়েছিল শাহের সভায়৷
তিনি জানান, ৪ তারিখ থেকে প্রত্যেক ব্লকে তাঁর জনসভা আছে বলে জানান অনুব্রত৷ সিউড়ি ২ ব্লক থেকে শুরু হবে এই জনসভা৷ তার দাবি যেগুলি বড় ব্লক সেখানে তাঁর জনসভায় ৭৫ থেকে ৮০ হাজার লোক হবে৷ একইসঙ্গে তিনি এও চ্যালেঞ্জ করেন, ২৪ ঘন্টার নোটিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে সভা করতে আসে তাহলে ৮০ হাজার আদিবাসী মানুষকে তিনি সভায় উপস্থিত করতে পারেন৷ একইসঙ্গে এদিন বাউল বাসুদেব দাসের বাড়িতে শাহের মধ্যাহ্নভোজের প্রসঙ্গে অনুব্রত বলেন, ওসব আগে থেকেই ঠিক করা থাকে৷ ওসব দিয়ে থুয়ে হয়৷
অনুপম হাজরা রবিবার বলেন আর একমাস, এরপর বীরভূমে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ যার উত্তরে অনুপমকে নিশানা করে অনুব্রত বলেন, “লোকসভায় এখান থেকে কেন দাঁড়ালো না? বিধানসভায় এখান থেকে দাঁড়াক৷” এদিন অনুব্রত বলেন, সব দলেরই মিটিং মিছিল করার অধিকার আছে৷ একুশে দেখা যাবে বলে এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অনুব্রত৷