‘ওসব দিয়ে থুয়ে হয়, আগে থেকে ঠিক করা থাকে’, বাউল বাড়িতে শাহের ভোজন প্রসঙ্গে প্রতিক্রিয়া অনুব্রতর

‘ওসব দিয়ে থুয়ে হয়, আগে থেকে ঠিক করা থাকে’, বাউল বাড়িতে শাহের ভোজন প্রসঙ্গে প্রতিক্রিয়া অনুব্রতর

3a315dd3f92f617180f6e729a2a1a58e

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: অমিত শাহের মেগা রোড শো হয়েছে বীরভূমে৷ তাতে কাতারে কাতারে লোক জমা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে একঝলক দেখতে উপচে পড়েছে মানুষের ভিড়৷ তবে লোকেদের যে ভিড় দেখা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই বিজেপি ভাড়া করেছে এনেছে বলে বিস্ফোরক দাবি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ রবিবার অমিত শাহের রোড শোয়ের পর সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেখানে অনুব্রত দাবি করেন, ঝাড়খন্ড, দুমকা, রাণীগঞ্জ, আসানসোল থেকে লোক এনে ভিড় করা হয়েছিল শাহের সভায়৷

তিনি জানান, ৪ তারিখ থেকে প্রত্যেক ব্লকে তাঁর জনসভা আছে বলে জানান অনুব্রত৷ সিউড়ি ২ ব্লক থেকে শুরু হবে এই জনসভা৷ তার দাবি যেগুলি বড় ব্লক সেখানে তাঁর জনসভায় ৭৫ থেকে ৮০ হাজার লোক হবে৷ একইসঙ্গে তিনি এও চ্যালেঞ্জ করেন, ২৪ ঘন্টার নোটিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে সভা করতে আসে তাহলে ৮০ হাজার আদিবাসী মানুষকে তিনি সভায় উপস্থিত করতে পারেন৷ একইসঙ্গে এদিন বাউল বাসুদেব দাসের বাড়িতে শাহের মধ্যাহ্নভোজের প্রসঙ্গে অনুব্রত বলেন, ওসব আগে থেকেই ঠিক করা থাকে৷ ওসব দিয়ে থুয়ে হয়৷ 

অনুপম হাজরা রবিবার বলেন আর একমাস, এরপর বীরভূমে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ যার উত্তরে অনুপমকে নিশানা করে অনুব্রত বলেন, “লোকসভায় এখান থেকে কেন দাঁড়ালো না? বিধানসভায় এখান থেকে দাঁড়াক৷” এদিন অনুব্রত বলেন, সব দলেরই মিটিং মিছিল করার অধিকার আছে৷ একুশে দেখা যাবে বলে এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অনুব্রত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *