ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলার ৭ জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলার ৭ জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: ক্রমাগত শক্তিশালী হচ্ছে নিম্নচাপ৷ আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আগামী সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷

জানানো হয়েছে, আগামী ১৭ তারিখ ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে৷ এরপর গতিপথ বদল করে উত্তর-উত্তর পূর্বে এগতে পারে৷ সেক্ষেত্রে বাংলা  ও উডিশায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ বাংলায় ঝড়ের প্রভাব আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে বলে মিলেছে পূর্বাভাস৷ আগামী মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ৭ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে৷ আগামী ১২ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ১৬ তারিখ সন্ধ্যা নাগাদ বঙ্গোপসাগরে উত্তরভাগ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুরুতে এটা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে৷ উত্তর-পশ্চিম দিকে ১৭ তারিখ পর্যন্ত এগোবে৷ এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =