কলকাতা: প্রবল গরম কমে গিয়ে বৃষ্টি শুরু হয়েছিল গোটা বঙ্গেই। কিন্তু এখন আবার দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরম। উত্তরবঙ্গের দাপটের সঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণ ফের একবার চাতক পাখি হয়ে গিয়েছে। তবে চলতি সপ্তাহে যে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েই দিল আবহাওয়া দফতর। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তন কবে ঘটবে তা এখনও স্পষ্ট হচ্ছে না।
হাওয়া অফিস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে। জানান হয়েছে, এই তিন জেলায় আগামী ৪৮ ঘণ্টা অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে, যা ২০০ মিলিমিটারের বেশি হবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেখানে বুধবার পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। অপরদিকে দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়লেও বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এদিকে দক্ষিণবঙ্গ সম্পর্কে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জেলায়৷ দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। বাকি জায়গায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে, ফলে গুমোট পরিস্থিতি তৈরি হবে।