ঘুরল সুরাপ্রেমীদের ভাগ্যের চাকা! রাজ্যে সস্তা হচ্ছে মদ

ঘুরল সুরাপ্রেমীদের ভাগ্যের চাকা! রাজ্যে সস্তা হচ্ছে মদ

bf868a78f3a3d9c2e7eadca0103e0dba

কলকাতা: বছরের এই সময়টা কার্যত উৎসবের সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত হালকা মুডে থাকে বাঙালি। একের পর এক পুজো, তারপর ক্রিসমাস এবং নতুন বছরের আনন্দে মেতে ওঠে সকলে। অবশ্যই এই আনন্দে সবথেকে বেশি প্রাধান্য পায় রঙিন পানীয়। সেই প্রেক্ষিতে এই খবর সুরাপ্রেমীদের জন্য উৎসবের সমান। কারণ রাজ্যে কমতে চলেছে মদের দাম।

জানা গিয়েছে, রাজ্যে আবগারি শুল্ক করতে চলেছে এবং তার ফলেই কমবে মদের দাম। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে দাম কমতে চলেছে বিলিতি মদের এবং বিয়ারের। এখনকার দামের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমবে মদের দাম। বোতল হিসেবে ন্যূনতম ২০০-২৩০ টাকা কমবে বিলিতি মদের দাম। এর ফলে বাজারের স্বাভাবিক নিয়মে বিক্রির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে বলে আশা করছে প্রশাসন। আর বিক্রি বাড়লে সার্বিকভাবে আবগারি রাজস্ব আদায় বাড়বে বলে ধারণা তাদের। বিশেষজ্ঞদের বক্তব্য, ২০০০ টাকা বোতলে সবথেকে কম ১০০ টাকা কমতে পারে এবং সর্বোচ্চ দাম কমতে পারে ৬০০ টাকার কাছাকাছি। সে ক্ষেত্রে যে বোতলের (৭৫০ এমএল) দাম ৯৮০ টাকা তা কমে হতে পারে ৭১০ টাকা। আবার ১০০০ হাজার টাকার বোতলের দাম কমে হতে পারে ৭৩০ টাকা। 

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস টানা বন্ধ ছিল মদের দোকান। সেই সময় অবশ্যই রাজ্যের রাজস্ব আদায়ে সমস্যা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে দোকান খোলার পর বিপুল পরিমাণ বিক্রি হয় মদের। সম্প্রতি পুজোর সময়েও রেকর্ড অঙ্ক বিক্রি হয়। তাই প্রশাসনের আশা দাম কমার ফলে বিক্রি আরো বেশি বেড়ে যাবে আগের থেকে। সে ক্ষেত্রে কোষাগারে বাড়তি অর্থ আসবে। অন্যদিকে সরকারি সূত্রের খবর, রাজ্যে ধীরে ধীরে দেশি মদের বোতলে পুরোপুরি বিদেশি মদ বিক্রি হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *