কলকাতা: প্রধানমন্ত্রীর যশ পরবর্তী রিভিউ মিমিটিং-এ উপস্থিত না থাকায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এবার সেই চিঠির জবাব দিলেন প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা৷ বৃহস্পতিবার শোকজের জবাব দিয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি একে সিং-এর কাছে চিঠি পাঠালেন তিনি৷
আরও পড়ুন- এবার ‘মিশন দিল্লি’, ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে নামছে পিকে’র আই-প্যাক
ওই চিঠিতে আত্মপক্ষ সমর্থনে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম৷ আলোচনার পর প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে তাঁর অনুমতিতেই বেরিয়ে আসি৷’’ পাশাপাশি তিনি এও জানান, ‘‘আমি মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করি৷ তাঁর নির্দেশ পালন করতে হয়৷ তাই তাঁর নির্দেশ মেনেই বৈঠক থেকে বেরিয়ে এসেছিলাম৷ সরকারি কাজেই যেতে হয়েছিল৷’’ প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলার জন্য মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের মেয়াদ ৩ মাস বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য সরকার৷ তাতে সিলমোহরও দেয় কেন্দ্র৷ কিন্তু পরে তাঁকে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ ইতিমধ্যে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক এড়ানোতেই প্রশস্ত হয় কেন্দ্র-রাজ্য সংঘাতের রাস্তা৷ অবশেষে নির্দিষ্ট দিনে অবসর নিয়ে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই তাঁকে শোকজ নোটিশ পাঠায় কেন্দ্র৷ বিপর্যয় মোকাবিলা আইনের ৫ (১) ধারা অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়৷
কেন্দ্রের ওই নোটিশের আরও বলা হয়, ১৫ মিনিট তাঁর জন্য অপেক্ষা করা হয়েছিল৷ তিনি বৈঠকে যোগ দেবেন কিনা, সে বিষয়ে খোঁজ নিতেও পাঠানো হয়েছিল৷ এর পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢুকে তাঁর সঙ্গেই কেন বেরিয়ে যান তা জানতে চাওয়া হয়৷