‘দালালি বন্ধ করুন!’ থানায় ঢুকে আইসিকে ‘শাসালেন’ তৃণমূল বিধায়কের পুত্র

‘দালালি বন্ধ করুন!’ থানায় ঢুকে আইসিকে ‘শাসালেন’ তৃণমূল বিধায়কের পুত্র

কাঁথি: দলবদল পরিস্থিতিতে এমনিতেই ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে পরপর ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় অস্বস্তি বেড়েছে তাদের। এবার দলের অস্বস্তি আরও বাড়ালেন রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। থানায় ঢুকে আইসিকে জোর ধমক দিলেন তিনি। পরোক্ষে তাকে ‘দালাল’ বলে আক্রমণ করলেন। ঘটনায় ইতিমধ্যেই চাপে পড়ে গিয়েছে ঘাসফুল শিবির। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালেন অখিল পুত্র?

এলাকায় তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং ব্যানার বারবার ছিড়ে ফেলা হচ্ছে। এই ইস্যু নিয়েই কাঁথি থানায় চড়াও হন সুপ্রকাশ। সরাসরি আইসিকে উদ্দেশ্য করে বলেন, দালালি বন্ধ করতে হবে। সুষ্ঠুভাবে কাজ করবেন। যা ঘটনা ঘটছে সেটা তাদের ভালো লাগছে না। জানা গিয়েছে, বিধায়ক পুত্রের এই আচরণে স্বাভাবিকভাবেই একেবারেই খুশি হননি কাঁথি থানার আইসি। এই ঘটনার কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ফলে, এখন নতুন করে মেদিনীপুরে চাপ বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তার বাবা শিশির অধিকারীকে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। এখন এই পদে রয়েছেন অখিল গিরি। 

তবে এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, যে পুলিশকে দলদাস বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, সেই পুলিশ এখন আর তাদের কথা শুনছে না। এখন হয়তো তারাও নিজেদের ভুল বুঝতে পারছে এবং অনুমান করতে পারছে রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ কী হতে চলেছে। এই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ এবং আক্রমণ শুরু হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এটা বুঝতে পারছেন না যে, হঠাৎ এত বড় কি ঘটনা ঘটলো যে অখিল পুত্র সুপ্রকাশকে এইভাবে থানায় ঢুকে হুমকি দিতে হলো আইসিকে। কারণ এই ধরনের ফেস্টুন এবং ব্যানার ছেড়ার ঘটনা আখছার হচ্ছে রাজ্যে। তাহলে কি এই হুমকির পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + six =